Home জাতীয় পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ও মাদক সহ ২১ আসামী গ্রেফতার

পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ও মাদক সহ ২১ আসামী গ্রেফতার


মোঃ ফারুক আহম্মেদ:- বিজ্ঞ যশোর আদালতের আদেশ পেয়ে ১৫ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী ও মাদক দ্রব্য সহ ৬ জন আসামীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ। বৃহস্পতিবার(০৯ ফেব্রুয়ারী) দিনব্যাপি অভিযানে পুলিশ আসামীদের কে গ্রেফতার করতে সক্ষম হয়।

২১জন আসামীদের নাম ঠিকানা:- ১। মোঃ রিপন হোসেন (২৪), পিতা-আব্দুল্লাহ, সাং-গাজীপুর, ২। মোঃ আরশাদ আলী ৥ আরশাদ, পিতা-হাতেম আলী, সাং-বড় আচড়া, ৩। মোঃ আওয়াল হোসেন (৩৬), পিতা-মোঃ আনিছুর রহমান, গ্রাম-হোল্ডিং নং-৪০১ বড় আঁচড়া, ৪। মোঃ হাসেম আলী (৩০), পিতা-মেছের আলী, গ্রাম -পুড়াবাড়ি নারায়নপুর, ৫। চান মিয়া (৪২), পিতা-মৃত ইসমাইল হোসেন, সাং-বেনাপোল মাছ বাজারের পিছনে, ৬। মোঃ গোলাম হোসেন (২৮), পিতা-সোহরাব হোসেন, গ্রাম -গয়ড়া বাওড়কান্দা, ৭। মোঃ শাহ আলম ওরফে কাটু (৩০), পিতা-মৃত আব্দুর রশিদ, গ্রাম -ভবেরবেড়, ৮। মোঃ কালু মিয়া (৩৮), পিতা-মৃত খলিল মোড়ল, গ্রাম -দিঘীরপাড়, ৯। মোঃ মিলন বিশ্বাস (৩০), পিতা-মোঃ লিয়াকত বিশ্বাস, গ্রাম -বালুন্ডা, ১০। মোঃ আঃ রাজ্জাক ৥ ভুবন, পিতা-মৃত কফিল উদ্দিন, সাং-বালুন্ডা, ১১। মোঃ সেলিম শেখ (৩৭), পিতা-মোঃ আকবর শেখ, গ্রাম, দমতলা, ১২। মোঃ মুক্তি (৪৫), পিতা-মৃত রবিউল ইসলাম, গ্রাম-দিঘীরপাড়, ১৩। মোঃ শাহিন (৩৩), পিতা-ছবদার মিয়া, গ্রাম -রঘুনাথপুর, ১৪। মোঃ কুরবান ব্যাপারী (৩০), পিতা-মৃত লোকমান ব্যাপারী, গ্রাম -ভবেরবেড়, ১৫। মোঃ আলমগীর হোসেন, পিতা-নুর ইসলাম, গ্রাম -রঘুনাথপুর, সর্ব থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর
২০ (বিশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আসামী

১৬।মোঃ মাসুদ রানা(২৯), পিতা-জিন্নাহ মোড়ল, গ্রাম- কাগজপুকুর, ১৭। মোঃ ফারুক হোসেন (২৭), পিতা-ইস্রাফিল সর্দার, গ্রাম- ভবেরবেড়, পৃথক অভিযানে আরও ২০ (বিশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আসামী-১৮। মোঃ রমজান আলী (৩০), পিতা-মৃত শামসুর রহমান, গ্রাম- দিঘীরপাড়, ১৯। মোঃ রুবেল (২৫), পিতা-মোঃ নওসের আলী, গ্রাম- ভবেরবেড়, ৫০ (পঞ্চাশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আসামী ২০। মোঃ হারুনর রশিদ বাবু (৩৬), পিতা-মৃত দলিল উদ্দিন, গ্রাম- দিঘীরপাড়, সর্ব থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর এবং ৫০০ (পাঁচশত গ্রাম) গাঁজাসহ মাদক ব্যবসায়ী ২১। মোঃ রুপম হাসান সানজু (১৯), পিতা-মোঃ রবিউল ইসলাম, গ্রাম- নামাজগ্রাম, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কামাল হোসেন ভূঁইয়া জানান, মাদক পাচারকারীদের বিরুদ্ধে আলাদা আলাদা মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত সকল আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

বেনাপোল প্রতিনিধি