Home আন্তর্জাতিক আইসিসির মাসসেরা আয়ারল্যান্ডের ক্রিকেটার হ্যারি ট্যাক্টর

আইসিসির মাসসেরা আয়ারল্যান্ডের ক্রিকেটার হ্যারি ট্যাক্টর

-হ্যারি ট্যাক্টর

পরিক্রমা ডেস্ক : আইসিসির মে মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর। ২৩ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান আইসিসি মাসসেরা হওয়া প্রথম আইরিশ পুরুষ ক্রিকেটার।

বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে পেছনে ফেলে এই পুরস্কার জিতেছেন তিনি।

সোমবার নিজেদের ওয়েবসাইটে মে মাসের সেরা ক্রিকেটারের নাম প্রকাশ করে আইসিসি। ছেলেদের পাশাপাশি মেয়েদের মাসসেরা ঘোষণা করে সংস্থাটি। যেখানে শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ও হার্শিথা সামারাবিক্রমাকে টপকে এই পুরস্কার নিজের করে নেন থাইল্যান্ডের থিপোয়াচ পুত্থাওং।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত ছিলেন টেক্টর। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে তিনি করেন অপরাজিত ২১ রান। দ্বিতীয় ম্যাচেই হাকান সেঞ্চুরি। খেলেন ১১৩ বলে ১৪০ রানের দারুণ ইনিংস। শেষ ওয়াডেতেও তার ব্যাট থেকে আসে ৪৫ রান। এই পারফরম্যান্সের কারণে প্রথম আইরিশ হিসেবে মাসসেরার পুরস্কার নিজের করে নেন টেক্টর।