Home অন্যান্য এমবাপ্পেকে বিক্রি করে দেবে পিএসজি!

এমবাপ্পেকে বিক্রি করে দেবে পিএসজি!


লিওনেল মেসি পিএসজি ছেড়েছেন। এবার কিলিয়ান এমবাপ্পেও সেই পথে হাঁটতে চান। নিজ দেশের ক্লাবকে এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, চুক্তির মেয়াদ শেষে আর নতুন করে সেটি বাড়াবেন না। ফলে ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকাকে আসছে মৌসুমের আগেই বিক্রি করতে চাইছে পিএসজি।

এমবাপ্পের সঙ্গে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী মৌসুমের শেষে। দুই পক্ষ চাইলে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়াতে পারবে। তবে এমবাপ্পের সেই ইচ্ছে নাকি নেই। এমনটাই খবর সংবাদমাধ্যমে।

পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়ে ২০২৫ সাল পর্যন্ত করবেন কি-না, এ সিদ্ধান্ত ৩১ জুলাইয়ের মধ্যে নিতে হবে এমবাপ্পেকে। এই তারকা এক মাস ধরে আলোচনার পর ক্লাবকে নিজের সিদ্ধান্ত জানিয়ে চিঠি পাঠিয়েছেন।

আগামী মৌসুম শেষে এমবাপ্পে ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়তে চান। তবে এমবাপ্পেকে ফ্রি এজেন্ট হিসেবে ছাড়তে রাজি নন পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফি। তাই এ মৌসুমেই এমবাপ্পেকে ছাড়তে পারে পিএসজি।

এমবাপ্পের দিকে অনেক দিন ধরেই নজর রাখছিল রিয়াল মাদ্রিদ। তবে গত বছর তাদেরকে না করে দেন তিনি। থেকে যান পিএসজিতেই। করিম বেনজেমা চলে যাওয়ায় রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে এখন খেলোয়াড় প্রয়োজন। বেনজেমা তাই সেরা বিকল্প হতেই পারেন।

২০১৭ সালে মোনাকো থেকে ধারে পিএসজিতে খেলতে আসেন এমবাপ্পে। ২০১৮ সালে ১৮০ মিলিয়ন ইউরোতে তাকে দলে টানে পিএসজি। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ২৬০ ম্যাচে ২১২ গোল করেছেন তিনি। ফ্রান্সের হয়ে ৬৮ ম্যাচে করেছেন ৩৮ গোল।

পিএসজিতে নিজের ছয় মৌসুমের পাঁচটিতেই লিগ শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন এমবাপ্পে। শেষ পাঁচ মৌসুমের প্রতিবারই হয়েছেন সর্বোচ্চ গোলদাতা।

তবে লিগ ওয়ানে রাজত্ব করলেও বড় বড় তারকা নিয়ে চ্যাম্পিয়নস লিগে ব্যর্থই থেকে গেছে পিএসজি। সদ্য শেষ হওয়া মৌসুমেও লিগ ওয়ান শিরোপা জিতলেও চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে দলটি।

মৌসুম শেষ হতেই পিএসজি ছেড়ে মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে পাড়ি দিয়েছেন মেসি। এখন শোনা যাচ্ছে এমবাপ্পেও ক্লাব ছাড়তে চান।