Home অন্যান্য আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানিকৃত পশুর চামড়া স্থানীয় পর্যায়ে সংরক্ষণ ও প্রক্রিয়াজাতের...

আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানিকৃত পশুর চামড়া স্থানীয় পর্যায়ে সংরক্ষণ ও প্রক্রিয়াজাতের জন্য নিরবিচ্ছিন্ন লবণ সরবরাহ নিশ্চিতকরণে বিসিক কর্তৃক গৃহীত কার্যক্রম বাস্তবায়ন শীর্ষক সভা অনুষ্ঠিত


পরিক্রমা ডেস্ক :

আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানিকৃত পশুর চামড়া স্থানীয়ভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য চাহিদা অনুযায়ী নিরবিচ্ছিন্ন লবণ সরবরাহ নিশ্চিত করে বিসিকের কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে আজ একটি সভা বিসিক চেয়ারম্যান জনাব মুহঃ মাহবুবর রহমান (গ্রেড-১) এর সভাপতিত্বে অদ্য ১৩-০৬-২০২৩ তারিখ মঙ্গলবার সকাল ৯.৩০ ঘটিকায় বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। মাঠ পর্যায়ের কর্মকর্তারা জুম অনলাইনে সভায় সংযুক্ত ছিলেন। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুল মতিন, পরিচালক (প্রকৌশল ও প্রকল্প বাস্তবায়ন), বিসিক, জনাব অখিল রঞ্জন তরফদার, মহাব্যবস্থাক (সম্প্রসারণ বিভাগ), বিসিক, জনাব সরোয়ার হোসেন, লবণ সেল প্রধান, বিসিক। এছাড়াও জুম অনলাইনের মাধ্যমে সংযুক্ত ছিলেন বিসিক পরিচালক পর্ষদের সদস্যবৃন্দ, বিসিক আঞ্চলিক পরিচালকগণ, মহাব্যবস্থাপক (সকল), বিসিক, বিসিক জেলা প্রধান (সকল), উপমহাব্যবস্থাপক, লবণ শিল্পের উন্নয়ন কার্যালয়, কক্সবাজার, বিসিক, ও নির্বাহী প্রকৌশলী, বিসিক চামড়া শিল্পনগরী, সাভার, ঢাকা।

শিল্প মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় বিসিক লবণ ও চামড়া শিল্পের পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করে থাকে। আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানিকৃত পশুর চামড়া স্থানীয়ভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য চাহিদা অনুযায়ী নিরবিচ্ছিন্ন লবণ সরবরাহ ও প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কর্মপরিকল্পনা অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ে নিম্নোক্ত কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বিসিক কাজ করবে মর্মে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানিকৃত পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য উপজেলা ও জেলাভিত্তিক লবণের চাহিদা নিরূপণ;
জেলা ও উপজেলা পর্যায়ের লবণের ডিলার/পাইকারী লবণ বিক্রেতাগণের তালিকা হালনাগাদসহ লবণ মজুদ সংক্রান্ত তথ্য সংগ্রহ;
জেলা ও উপজেলা পর্যায়ের কোরবানিকৃত পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য লবণের চাহিদা অনুযায়ী মজুদ নিশ্চিতকরণ ;
চালু লবণ মিলের তালিকা ডিলার/পাইকারী লবণ বিক্রেতাদের নিকট প্রেরণ এবং হালনাগাদকৃত ডিলার/পাইকারী লবণ বিক্রেতাগণের তালিকা স্থানীয় পর্যায়ে চামড়া সংরক্ষণকারীদের নিকট সরবরাহ;
বিসিক আঞ্চলিক এবং জেলা কার্যালয়সমূহে মনিটরিং টিম গঠন;
জেলা প্রশাসকের সভাপতিত্বে লবণ ও চামড়া সংক্রান্ত সভা আয়োজন;
চামড়া সংরক্ষণ পদ্ধতি বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য প্রচার প্রচারণা;
নিয়মিতভাবে লবণ ও চামড়া সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ন এবং আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে বিসিক প্রধান কার্যালয়ে প্রেরণ।

গত বছর পবিত্র ঈদুল আজহায় কোরবানিকৃত পশুর চামড়া স্থানীয়ভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য চাহিদা অনুযায়ী নিরবিচ্ছিন্ন লবণ সরবরাহ ও প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব হয়েছিল। চলতি লবণ মৌসুমে লবণ উতপাদিত হয়েছে ২২.৩৩ লক্ষ মেট্রিক টন, যা গত ৬২ বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ লবণ উৎপাদনের রেকর্ড। দেশে লবণের বর্তমান মজুদ রয়েছে ১০.০৮ লক্ষ মেট্রিক টন। প্রাণিসম্পদ অধিদপ্তরের ২০২২ সালের তথ্য অনুযায়ী পবিত্র ঈদুল আজহায় কোরবানিযোগ্য পশুর সংখ্যা ছিল ১২১.২৪ লক্ষ। সে হিসেবে কোরবানিকৃত পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য লবণের চাহিদা নির্ধারণ করা হয়েছিল ৯৭,৬৮০ মেট্রিক টন।

এ বছর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য প্রাথমিকভাবে লবণের চাহিদা নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ মেট্রিক টন। মাঠ পর্যায় থেকে কোরবানিযোগ্য প্রাণির সংখ্যার প্রকৃত তথ্য পাওয়া গেলে প্রকৃত লক্ষমাত্রা নির্ধারণ করা সম্ভব হবে। এক্ষেত্রে জেলা প্রাণিসম্পদ কার্যালয় বিসিককে কোরবানিযোগ্য প্রাণির সংখ্যা সম্পর্কিত তথ্য সরবরাহ করবে। বিসিক চেয়ারম্যান বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানিকৃত পশুর চামড়া স্থানীয়ভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য চাহিদা অনুযায়ী নিরবিচ্ছিন্ন লবণ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। এতে দেশের জাতীয় সম্পদ রক্ষা পাবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।