Home আন্তর্জাতিক জেলেনস্কি ইহুদিদের জন্য কলঙ্ক -পুতিন

জেলেনস্কি ইহুদিদের জন্য কলঙ্ক -পুতিন


পরিক্রমা ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর নিজের ক্ষোভ ঝাড়লেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, “জেলেনস্কি ইহুদিদের জন্য কলঙ্ক।”

শুক্রবার সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বৈঠকে তিনি এ কথা বলেছেন।

পুতিন বলেন, “আমার অনেক ইহুদি বন্ধু আছে। তারা বলে, জেলেনস্কি ইহুদি নন, সে ইহুদিদের জন্য কলঙ্ক।”

রুশ প্রেসিডেন্ট দাবি করেছেন, তার দেশের সঙ্গে যুদ্ধে ইউক্রেন জিততে পারবে না। কারণ নিজেদের সামরিক সরঞ্জাম ফুরিয়ে গেলে ইউক্রেনকে সম্পূর্ণভাবে পশ্চিমাদের ওপর নির্ভর করতে হবে।

তিনি আরও বলেন, “শিগগিরই ইউক্রেন সম্পূর্ণরূপে নিজস্ব সরঞ্জাম ব্যবহার বন্ধ করবে। এর কিছুই অবশিষ্ট থাকবে না। তারা যুদ্ধে যা ব্যবহার করে তার সবকিছু বাইরে থেকে আনা হয়। আপনি এভাবে বেশিক্ষণ লড়াই করতে পারবেন না।”