Home ক্যাম্পাস খবর বাঙালি জাগ্রত থাকলে পথ হারাবে না বাংলাদেশ : অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার

বাঙালি জাগ্রত থাকলে পথ হারাবে না বাংলাদেশ : অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার


পরিক্রমা ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেছেন, বাঙালি স্বাধীন হলেও স্বাধীনতা বিরোধী শক্তি এখন দেশে সক্রিয়। তারা সুযোগ পেলেই দেশকে ভিন্ন দিকে নিতে চায়। তবে বাঙালি জাগ্রত থাকলে পথ হারাবে না বাংলাদেশ।

শনিবার বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে এসব কথা বলেন তিনি।

পুষ্পস্তবক অর্পণকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক, রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ সহ বিভিন্ন বিভাগ ও ইনিস্টিউটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দিবসটি উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের আয়োজনে শহীদ স্মৃতি সংগ্রহশালা মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে সাংস্কৃতিক, সাংবাদিক , স্বেচ্ছাসেবী, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।