Home অর্থনীতি ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৬৭ কোটি ৫৩ লক্ষ ২৬ হাজার ৭০৬...

ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৬৭ কোটি ৫৩ লক্ষ ২৬ হাজার ৭০৬ টাকা।


নিজস্ব প্রতিবেদক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৫টি কোম্পানির ১২ কোটি ৬৭ লক্ষ ৫ হাজার ৬৫০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৬৭ কোটি ৫৩ লক্ষ ২৬ হাজার ৭০৬ টাকা

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৮৫.৩২ কমে ৫৭৭৮.৭৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৭.৪৮ পয়েন্ট কমে ২০১৪.৮৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৬.২৮ পয়েন্ট কমে ১২৬৬.০২
পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৩২টির, কমেছে ৩৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে
২৭টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- ফু-ওয়াং ফুড, মালেক স্পিনিং, কর্ণফুলি ইন্সুঃ, তৌফিকা
ফুড অ্যান্ড লাভেলো, শাইনপুকুর সিরামিকস, কোহিনুর কেমিক্যাল, আলিফ ইন্ডা:, সেন্ট্রাল ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ ও ওরিয়ন ইনফিউশন।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- দেশবন্ধু পলিমার, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., ফু-ওয়াং ফুড,
কর্ণফুলি ইন্সুঃ, মিডল্যান্ড ব্যাংক, প্যারামাউন্ট ইন্সুঃ, আলিফ ইন্ডা:, কোহিনুর কেমিক্যাল, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ও
গেøাবাল হেভী কেমিক্যাল।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- আনলিমা ইয়ার্ণ, ম্যাকসন স্পিনিং, মেট্রো স্পিনিং, শ্যামপুর সুগার,
ডিবিএইচ, জাহিন টেক্স, অ্যাক্টিভ ফাইন, এনবিএল,শাইনপুকুর সিরামিকস ও নাভানা সিএনজি।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৭৯৫৫১৬০৮৪৫৮২.০০ টাকা