ঢাকা ক্যাম্পাস

    Home ঢাকা ক্যাম্পাস

    ঢাবি উর্দু বিভাগ-এর নবীন বরণ অনুষ্ঠিত

    0

    বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় উর্দু বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীদের নবীন বরণ আজ ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার বিশ^বিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগীয় চেয়ারম্যান ড. রশিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডীন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় জ্যেষ্ঠ অধ্যাপক ড. জাফর আহমদ ভূঁইয়া। পরে বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহনে পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
    প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, উর্দু সাহিত্যের যে শক্তি আছে তা একটি সম্পদ। ঢাকা বিশ^বিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য ও বরেণ্য শিক্ষকদের দৃষ্টান্ত দিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ধারণ করে নবীনদের দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক গণিত সম্মেলন শুরু

    0

    বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত গণিত বিভাগ এবং বাংলাদেশ গণিত সমিতির যৌথ
    উদ্যোগে ৩-দিনব্যাপী আন্তর্জাতিক গণিত সম্মেলন আজ ০৬ ডিসেম্বর
    ২০১৯ শুক্রবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হয়েছে। ঢাকা
    বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি
    হিসেবে উপস্থিত থেকে এই সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে
    ‘গণিত : চ্যালেঞ্জ ও বাস্তবতা’।
    বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোবারক হোসেনের
    সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক
    ড. তোফায়েল আহমদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ফলিত গণিত
    বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। বাংলাদেশ
    গণিত সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. অমূল্য চন্দ্র মন্ডল ধন্যবাদ জ্ঞাপন করেন।
    উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গণিতকে বিজ্ঞানের ভাষা
    হিসেবে বর্ণনা করে বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে তরুণ প্রজন্মকে
    অবশ্যই গণিতের জ্ঞান অর্জন করতে হবে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় তিনি ঢাকা
    বিশ্ববিদ্যালয় এবং পৃথিবীর অন্যান্য খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের মধ্যে গণিত বিষয়ে
    যৌথ সহযোগিতামূলক গবেষণা প্রকল্প গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। আন্তর্জাতিক
    এই সম্মেলন এক্ষেত্রে একটি কমন প্ল্যাটফর্ম তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
    উল্লেখ্য, বাংলাদেশ, ভারত, নেপাল, ফ্রান্স, জার্মানী, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, দক্ষিণ
    আফ্রিকা, পর্তুগাল, ফিলিপাইন এবং আয়ারল্যান্ডের শিক্ষক ও গবেষকগণ এই সম্মেলনে
    অংশগ্রহণ করছেন।

    ঢাবি-এ ২দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত

    0

    বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট এবং ‘বাংলাদেশ কাউন্সিল ফর সোস্যাল ওয়ার্ক এডুকেশন’-এর যৌথ উদ্যোগে ‘এষড়নধষরুধঃরড়হ ড়ভ ঝড়পরধষ ডড়ৎশ ঊফঁপধঃরড়হ, চৎধপঃরপব ধহফ ঝড়পরধষ চড়ষরপু রহ ঝড়ঁঃয অংরধহ জবমরড়হ’ শীর্ষক ২দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন গতকাল ১৫ মার্চ ২০১৯ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সমাপ্ত হয়েছে।

    ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) এবং ‘বাংলাদেশ কাউন্সিল ফর সোস্যাল ওয়ার্ক এডুকেশন’-এর সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক তাহমিনা আখতার এবং অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। সমাপনী অনুষ্ঠানের পূর্বে সম্মেলনের দ্বিতীয় দিনে বিভিন্ন সেসনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, অধ্যাপক ড. গোলাম রব্বানী, অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম, ড. মো. আবদুর রহিম খান, অধ্যাপক ড. তুলসী কুমার দাস, অধ্যাপক মো. আতিকুর রহমান প্রমুখ।

    এই সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

    উল্লেখ্য, ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গত ১৪ মার্চ ২০১৯ এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

    ১০ম জাতীয় সাহিত্য সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত

    0

     

    বাংলাদেশ পোয়েট্স ক্লাব ও সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ এর যৌথ আয়োজনে আজ ১৯ ডিসেম্বর ২০১৮ বুধবার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে “১০ম জাতীয় সাহিত্য সম্মেলন ২০১৮” অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

    কবি মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ পাটোয়ারী। এছাড়া, নির্বাচিত কবি হিসেবে অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি মুহাম্মদ আবদুল খালেক, কবি মুহাম্মদ আনিসুল হক, কবি শ্যামলী ম-ল ও কবি আ খ ম সিরাজুল ইসলাম। এছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে আগত কবিরা কবিতা পাঠ করেন।

    অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার পেলেন ঢাবি’র ১০ মেধাবী শিক্ষার্থী

    0

    বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক :  ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ১০জন মেধাবী শিক্ষার্থীকে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ প্রদান করা হয়েছে। আজ ২৬ আগস্ট ২০১৯ সোমবার বিশ্ববিদ্যালয়ের আর. সি. মজুমদার আর্টস
    মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মেধাবী
    শিক্ষার্থীদের হাতে পুরস্কারের সনদপত্র ও চেক তুলে দেন। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মেহজাবিন বশির তুলি, শারমিন জাহান জোহা, ফায়েজ আহমেদ, আবদুর রাজ্জাক সোহেল, তন্ময় সাহা জয়, ন¤্রতা তালুকদার অর্পা, তাহমিনা আক্তার
    জেনি, সুমাইয়া তানিম, শামিমা নাসরিন এবং মেহেরুন নাহার মেঘলা। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. কাবেরী গায়েনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে ‘অধ্যাপক সিতারা পারভীন স্মারক বক্তৃতা’ প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ-এর পরিচালক ড. ইমতিয়াজ আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলী এবং মেহজাবিন বশির তুলি। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রয়াত অধ্যাপক সিতারা পারভীনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, অসাধারণ গুণাবলীর অধিকারী অধ্যাপক ড. সিতারা পারভীন ছিলেন একজন সৎ, আদর্শবান ও নিবেদিতপ্রাণ শিক্ষক। উপাচার্য পুরস্কার প্রাপ্তদের এবং তাদের পিতা-মাতাদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদকেও জেনোসাইড সংক্রান্ত সারগর্ভ বক্তব্য উপস্থাপনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। উল্লেখ্য, প্রাক্তন রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দীন আহমদের কন্যা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলীর স্ত্রী অধ্যাপক ড. সিতারা পারভীন ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তাঁর স্মৃতির উদ্দেশ্যে
    পরিবারের পক্ষ থেকে ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ প্রবর্তন করা হয়।
    ————

    হামলার শিকার সেই পদবঞ্চিত নেত্রীর আত্মহত্যার চেষ্টা

    0

    বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : এবার আত্মহত্যা চেষ্টা ক‌রে‌ছেন ছাত্রলী‌গের সেই পদব‌ঞ্চিত নেত্রী। তি‌নি বাংলা‌দেশ ছাত্রলী‌গের কেন্দ্রীয় ক‌মি‌টির সা‌বেক সদস্য জা‌রিন দিয়া। ঘুমের ওষুধ খেয়ে তি‌নি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।

    সোমবার দিবাগত রা‌তে এ ঘটনা ঘ‌টে। দিয়া ঢাকা বিশ্ববিদ্যাল‌য়ের (ঢা‌বি) রো‌কেয়া হ‌লের ছাত্রী। প‌রে তা‌কে অসুস্থ্য অবস্থায় ঢাকা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রাথ‌মিক চি‌কিৎসা দেয়া হয়। বর্তমা‌নে তি‌নি আশঙ্কামুক্ত ব‌লে ছাত্রলী‌গের একা‌ধিক সূত্র নি‌শ্চিত ক‌রে‌ছে।

    রাত ৩টা ১৫ মিনিটের দিকে ছাত্রলীগের একজন কেন্দ্রীয় নেত্রী বিষয়‌টি নিশ্চিত করে বলেন, তাকে জরুরি বিভাগে আনা হয়েছে। আমরা ঢাকা মেডিকেলে আছি।

    প‌রে রাত ৪ টা ১০ মিনিটের দিকে ছাত্রলীগের সাবেক সমাজ সেবা সম্পাদক রানা হামিদ জানিয়েছেন, এখন তিনি শঙ্কামুক্ত। আমরা তাকে এম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল থেকে ঢা‌বি মেডিকেল সেন্টা‌রে নিয়ে যাচ্ছি।

    এর আগে গত ১৩ মে সদ্য ঘো‌ষিত ছাত্রলী‌গের বিত‌র্কিত পূর্ণাঙ্গ ক‌মি‌টি নি‌য়ে ঢা‌বির মধুর কে‌ন্টি‌নে সংবাদ স‌ম্মেলন কর‌তে গে‌লে ছাত্রলীগ সভাপ‌তি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর অনুসারীরা তা‌দের ওপর হামলা চালান। হামলায় শ্রাবণী ‌দিশা, জা‌রিন দিয়াসহ অন্তত ১৪ জন আহত হন। প‌রে এ ঘটনায় বি‌ষোদগার ক‌রে এবং ছাত্রলীগ সভাপ‌তি-সাধারণ সম্পাদ‌কের নারী নেত্রী‌দের প্রতি ম‌নোভাব ব্যক্ত ক‌রে সামা‌জিক যোগা‌যোগ মাধ্যম ফেসবু‌কে এক‌টি স্ট্যাটাস দেন তি‌নি। প‌রে আলোচনায় বস‌তে গি‌য়েও টিএস‌সি‌তে ফের হামলার শিকার হন তারা। ত‌বে এসব ঘটনায় মূল জ‌ড়িত‌দের পাশ কা‌টি‌য়ে দিয়াসহ ক‌য়েকজন‌কে সাম‌য়িক ও স্থায়ীভা‌বে ব‌হিষ্কার করা হয়। প‌রে গতরাতে আত্মহত্যা চেষ্টা ক‌রেন দিয়া।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত; অসাম্প্রদায়িক, মানবিক ও সমৃদ্ধ দেশ গড়তে বঙ্গবন্ধু চর্চা বাড়াতে হবে -ঢাবি উপাচার্য

    0
    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আজ ১৫ আগস্ট ২০২২ সোমবার ছাত্র—শিক্ষক কেন্দ্রে ‘মহাকালের খেরো খাতায় বঙ্গবন্ধু’ শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন। (ছবি: ঢাবি জনসংযোগ)

    পরিক্রমা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন—দর্শন নতুন প্রজন্ম ও যুবসমাজের কাছে পৌঁছে দিতে ‘বঙ্গবন্ধু চর্চা’ বাড়ানোর উপর গুরুত্বারোপ করে বলেছেন, তাহলেই অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন এক সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ ১৫ আগস্ট ২০২২ সোমবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    আলোচনা সভায় প্রো—ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজসহ অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী সমিতি, কারিগরি কর্মচারী সমিতি ও চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার অনুষ্ঠান সঞ্চালন করেন। সভার প্রারম্ভে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

    উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ইতিহাসের এক ঘৃণ্য দিন। এদিনেই ঘাতকের নির্মম বুলেটে বঙ্গবন্ধুকে সপরিবারে শাহাদত বরণ করতে হয়। তাঁকে হত্যার মাধ্যমে জাতির ইতিহাসকে উল্টোপথে নেয়ার অপচেষ্টা চালানো হয়। জাতির পিতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানান দিক তুলে ধরে উপাচার্য বলেন, বঙ্গবন্ধু শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন। শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে তিনি দেশের সামগ্রিক উন্নয়ন ঘটাতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু’র এই শিক্ষা-দর্শনের হুবহু বাস্তবায়নের উপর উপাচার্য গুরুত্বারোপ করেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সফল বাস্তবায়ন এবং তাঁর অসমাপ্ত কাজ সম্পন্ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

    উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষ বিভিন্ন কর্মসূচি পালন করে। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবন ও হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকালে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীগণ ধানমণ্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সকালে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন করেন। এছাড়া, উপাচার্য ছাত্র-শিক্ষক কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত ‘মহাকালের খেরো খাতায় বঙ্গবন্ধু’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।

    বাদ যোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়াসহ প্রত্যেক হল ও আবাসিক এলাকার মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল এবং বিশ্ববিদ্যালয় এলাকার অন্য ধমীর্য় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

    শেকৃবিতে দুই দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা

    0

    আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ এর সহযোগিতায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এ আয়োজন করেছে। আগামীকাল থেকে ২ দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা শুরু হবে।

    এবারের আয়োজনের শিরোনাম “মুক্তচিন্তা প্রস্ফুটিত থাকুক মুক্তির কথামালায়”। আজ দুপুর ১২টায় শেকৃবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এসব তথ্য জানান।

    আয়োজকরা বলেন, সারা বাংলাদেশে ৪৯টি বিতর্ক দলের বিপরীতে ৩২টি দলকে বেছে নিয়ে আগামীকাল(২৯ অক্টোবর) অনলাইনে প্রথম পর্বের বিতর্ক প্রতিযোগিতা শুরু হবে। এ পর্বে ১৯২ জন বিতার্কিককে নিয়ে মোট ৬৪টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ পর্ব শেষে সর্বোচ্চ গড় নাম্বারের ভিত্তিতে শীর্ষ ৮টি দল নিয়ে কোয়ার্টার ফাইনাল,সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। তবে পরবর্তী এ আয়োজনগুলো বিতার্কিকদের সরাসরি অংশগ্রহণে ৫ নভেম্বর ২টি অধিবেশনে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১ম অধিবেশনে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল অনুষ্ঠিত হবে শেকৃবির কৃষি অনুষদে। আর ২য় অধিবেশনে ফাইনাল প্রতিযোগিতা এবং ‘কৃষিতে নারীর ভূমিকা ও লিঙ্গবৈষম্য’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হবে। তারা আরও জানান, এ আয়োজনে সর্বমোট ৬০ জন বিচারক অনলাইনে এবং সরাসরি যুক্ত থাকবেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল ১২ হাজার টাকা ও রানার্সআপ দল ৯ হাজার টাকা এবং বিভিন্ন পর্বে সেরা বিতার্কিক ও সেরা বিচারককে পুরস্কৃত করা হবে।

    সোমবারের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি : নুর

    0

    বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : হামলার বিচার এবং হল থেকে বহিরাগতদের বিতাড়নের জন্য সোমবার পর্যন্ত ঢাবি প্রশাসনকে সময় বেঁধে দিয়েছেন ডাকসু ভিপি নুরুল হক নুর। এর মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

    আজ বুধবার সকালে শিক্ষক লাউঞ্জে ঢাবি ভিসি ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে বৈঠক শেষে ভিপি নুর এসব কথা জানান।

    নুর বলেন, ছাত্রদের বিভিন্ন আন্দোলনে ছাত্রলীগের চিহ্নিত কিছু সন্ত্রাসী বারবার হামলা চালিয়েছে। এসব হামলার কোনো বিচার না হওয়ায় তারা বেপরোয়া হয়ে উঠেছে। তাই ভিসির কাছে আমি তাদের বিচারের দাবি জানিয়েছি।

    তিনি বলেন, এছাড়া গতকাল এসএম হলে বিচার চাইতে গিয়ে আমরা হামলার শিকার হয়েছি। আমাদের বোনেরা লাঞ্ছিত হয়েছে। সারারাত অবস্থানের পর সকালে ভিসি স্যার আমাদের সঙ্গে কথা বলেছেন।

    ভিসির কাছে হামলার বিচারের দাবি জানানো হয়েছে জানিয়ে ভিনি নুর বলেন, পাশাপাশি প্রত্যেকটি হল থেকে অছাত্র ও বহিরাগত বের করে আবাসিক শিক্ষার্থীদের রুমে তুলে দেয়ার ব্যবস্থা করার দাবি জানিয়েছি।

    আরো দাবি প্রসঙ্গে নুর বলেন, বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী কোন রুমে থাকে, তার ডেটাবেজ তৈরি করে তা অনলাইনে দিয়ে দেয়া। যাতে আমরা সহজেই বের করতে পারি যে কোন শিক্ষার্থী কোন রুমে থাকেন।

    তিনি বলেন, আমরা আমাদের দাবি পূরণে সোমবার পর্যন্ত সময় দিয়েছি। ভিসি সোমবারের মধ্যেই আমাদের সব দাবি-দাওয়া পূরণের আশ্বাস দিয়েছেন।

    এর আগে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাবির শিক্ষক লাউঞ্জে বৈঠক শুরু হয় এবং চলে পৌনে ১১টা পর্যন্ত। বৈঠকে উপাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক ও আন্দোলনরত শিক্ষার্থীরা।

    গত সোমবার সন্ধ্যায় এক ছাত্রকে পিটিয়ে আহত করার পর সে ঘটনার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলে গেলে ভিপি নুরসহ অন্য শিক্ষার্থীরা অবরুদ্ধ ও লাঞ্ছিত হন। গতকাল রাত ৮টা থেকে ওই ঘটনায় জড়িতদের বহিষ্কারসহ আরও কয়েকটি দাবিতে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয় ভিপি নুরসহ কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা।

    ঢাবি ভিসির ১০ টাকার বক্তৃতা ভাইরাল!

    0

    ‘দশ টাকায় এক কাপ চা, একটি শিঙ্গাড়া, একটি চপ এবং একটি সমুচা বাংলাদেশে পাওয়া যায়। তুমি পৃথিবীর ইতিহাসে যা আর কোথাও পাবে না’- ‘ঢাবি ভিসির ১০ টাকার বক্তৃতা’ নামে ছড়িয়ে পড়া এমন একটি ভিডিওতে এসব কথা বলতে শোনা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে।

    ভিডিওতে তিনি আরও বলেছেন, যদি এটা (সুলভ মূল্যের কথা) বিশ্ববাসী জানতে পারে তাহলে এটি গিনেস বুকে রেকর্ড হবে। ১০ টাকায় এইগুলো পাওয়া যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে।

    সামাজিক মধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিটি সোমবার (২৮ জানুয়ারি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ঢাবি কলা অনুষদ ও আইন অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির শিক্ষার্থীদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে ভিসির বলা কথার অংশ বিশেষ।

    উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ। এ সময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও ছাত্র উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

    বক্তৃতায় ভিসি শিক্ষার্থীদের সব ধরনের প্রতিকূলতা মোকাবেলা করে সৎ, দেশপ্রেমিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

    0FansLike
    0FollowersFollow
    0SubscribersSubscribe