ঢাকা ক্যাম্পাস

    Home ঢাকা ক্যাম্পাস

    ঢাবি-এ অটিজম শীর্ষক কোর্সের উদ্বোধন

    0

     

    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ‘অফাধহপবফ ঈড়ঁৎংব ড়হ উওংধনরষরঃু, অঁঃরংস ধহফ ওহপষঁংরাব ঊফঁপধঃরড়হ’ শীর্ষক একটি নতুন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান আজ ১১ জানুয়ারি ২০১৯ শুক্রবার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
    ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সৈয়দা তাহমিনা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রামানিক, শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব সালমা জাহান এবং ঢাবি যোগাযোগ বৈকল্য বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. হাকিম আরিফ।

    ১০ম জাতীয় সাহিত্য সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত

    0

     

    বাংলাদেশ পোয়েট্স ক্লাব ও সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ এর যৌথ আয়োজনে আজ ১৯ ডিসেম্বর ২০১৮ বুধবার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে “১০ম জাতীয় সাহিত্য সম্মেলন ২০১৮” অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

    কবি মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ পাটোয়ারী। এছাড়া, নির্বাচিত কবি হিসেবে অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি মুহাম্মদ আবদুল খালেক, কবি মুহাম্মদ আনিসুল হক, কবি শ্যামলী ম-ল ও কবি আ খ ম সিরাজুল ইসলাম। এছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে আগত কবিরা কবিতা পাঠ করেন।

    আবদুল গাফ্ফার চৌধুরীকে আজীবন সম্মাননা প্রদান ঢাবি’র ৫জন শিক্ষার্থীর আতাউস সামাদ স্মারক বৃত্তি লাভ

    0

    ২০১৮ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৫জন মেধাবী শিক্ষার্থী ‘আতাউস সামাদ স্মারক বৃত্তি’ লাভ করেছেন। বৃত্তিপ্রাপ্তরা হলেন- মো. নাজমুল হুসাইন, মোস্তফা বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক : মো. তাহান, তারেক আল হাসান, ইশরাতুল জাহান শোভা এবং ইসতিয়াক আহমেদ। আজ ২০ জানুয়ারি ২০১৯ রবিবার মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
    বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক ড. কাবেরী গায়েন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এতে ‘সংবাদপত্রে কলাম: তাৎপর্য ও শৈলী’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন অধ্যাপক ড. মো. গোলাম রহমান। অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয় আবদুল গাফ্ফার চৌধুরীকে। তাঁর পক্ষে সম্মাননা গ্রহণ করেন সাংবাদিক আলী হাবিব। লন্ডনে বসবাসরত আবদুল গাফ্ফার চৌধুরী টেলিফোনে তাঁর শুভেচ্ছা প্রদান করেন। অধ্যাপক ড. গোলাম রহমান ও আবদুল গাফ্ফার চৌধুরীর সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন যথাক্রমে বিভাগীয় প্রভাষক মার্জিয়া রহমান ও সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক রোবায়েত ফেরদৌস। অনুষ্ঠানে আবদুল গাফ্ফার চৌধুরীর দীর্ঘদিনের পথচলার সঙ্গী কবি আসাদ চৌধুরী এবং ট্রাস্ট ফান্ডের উদ্যোক্তা মরহুম সাংবাদিক এবিএম মূসার দুই কন্যা, বিভাগীয় শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
    উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বৃত্তিপ্রাপ্তদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি তথ্যসমৃদ্ধ একটি চমৎকার প্রবন্ধ উপস্থাপনের জন্য অধ্যাপক ড. মো. গোলাম রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উপাচার্য বলেন, আতাউস সামাদ, এবিএম মূসা এবং আবদুল গাফ্ফার চৌধুরী এই তিনজন সমান্তরাল ও ভিন্ন উচ্চতার মানুষ। সংবাদ পত্রে কলাম লেখনীর মাধ্যমে সমাজে তাদের একটি শক্ত অবস্থান রয়েছে। আবদুল গাফ্ফার চৌধুরী যে শুধু ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’ এই অমর গানটি লিখেছেন তা নয় বরং অসাম্প্রদায়িক বাঙালী জাতি গঠনে তাঁর লেখনীতে রয়েছে এক অসাধারণ শক্ত ভূমিকা। ’৭৫ পরবর্তী তাঁর রাজনৈতিক কলাম লেখনীও অত্যন্ত গুরুত্বপূর্ন এবং এটাকে পথিকৃতের ভূমিকা বলা যেতে পারে বলে উপাচার্য উল্লেখ করেন।

    ঢাবি উর্দু বিভাগ-এর নবীন বরণ অনুষ্ঠিত

    0

    বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় উর্দু বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীদের নবীন বরণ আজ ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার বিশ^বিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগীয় চেয়ারম্যান ড. রশিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডীন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় জ্যেষ্ঠ অধ্যাপক ড. জাফর আহমদ ভূঁইয়া। পরে বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহনে পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
    প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, উর্দু সাহিত্যের যে শক্তি আছে তা একটি সম্পদ। ঢাকা বিশ^বিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য ও বরেণ্য শিক্ষকদের দৃষ্টান্ত দিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ধারণ করে নবীনদের দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে।

    ডাকসু ভিপি নুরু জিএস রাব্বানী

    0

    বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুরু। তিনি পেয়েছেন ১১ হাজার ৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পেয়েছেন নয় হাজার ১২৯ ভোট।

    নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়লাভ করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হয়েছেন ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।

    সোমবার দিবাগত রাত ৩টা ১৭ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ফলাফল ঘোষণা শুরু করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

    এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সামাদ, চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম মাহফুজুর রহমান প্রমুখ।

    জিএস পদে ছাত্রলীগের রাব্বানী ১০ হাজার ৪৮৪ ভোট হয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাধারণ কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খান পেয়েছেন ছয় হাজার ৬৩ ভোট।

    এছাড়া এজিএস পদে জয়ী হয়েছেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ১৫ হাজার ৩০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কোটা সংস্কার আন্দোলনের নেতা ফারুক হোসেন পেয়েছেন পাঁচ হাজার ৮৯৬ ভোট।

    ডাকসু নির্বাচনের ২৫টি পদের দুটি বাদে অন্যগুলোতে ছাত্রলীগের প্যানেলের প্রার্থীরাই জয়ী হয়েছেন। কোটা সংস্কার আন্দোলনের অপর জয়ী প্রার্থী হলেন সমাজসেবা সম্পাদক পদে আখতার হোসেন।

    এছাড়া মুক্তিযুদ্ধ সম্পাদক সাদ বিন কাদের, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আরিফ ইবনে আলী, কমনরুম ও ক্যাফেটরিয়া সম্পাদক বিএম লিপি আক্তার, আন্তর্জাতিক সম্পাদক শাহরিমা তানজিনা অর্নি, সাহিত্য মাজহারুল কবির শয়ন, সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার, ক্রীড়া সম্পাদক শাকিল আহামদ তানভীর, ছাত্র পরিবহন সম্পাদক শামস ই নোমান বিজয়ী হয়েছেন।

    অন্যদিকে সদস্যদের মধ্যে আছে- চিবল সাংমা, নজরুল ইসলাম, রাকিবুল হাসান, রাকিবুল ইসলাম ঐতিহ্য, তানভীর হাসান সৈকত, রাইসা নাসের, সাবরিনা ইতি, ফরিদা পারভীন, নিপু ইসলাম তন্বী, হাইদার মোহাম্মদ জিতু, তিলোত্তমা শিকদার, জুলফিকার আলম রাসেল এবং মাহমুদুল হাসান জয়ী হয়েছেন।

    এদিকে নির্বাচনে হেরে যাওয়ায় ফলাফল ঘোষণার সময় বিক্ষোভ করেন ছাত্রলীগ সভাপতি শোভনের অনুসারীরা। তারা উপাচার্যকে স্লোগান দেন ‘মানি না, মানব না’।

    ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের দু’জন চিকিৎসা মনোবিজ্ঞানীর সাক্ষাৎ

    0

    বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক : যুক্তরাজ্যের দু’জন খ্যাতিমান চিকিৎসা মনোবিজ্ঞানী হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গ্লেডা ফ্রেডম্যান এবং ফ্যামিলি থেরাপি জার্নালের সম্পাদক ফিলিপ মিসেন্ট আজ ০৬ মার্চ ২০১৯ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

    এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ কামরুজ্জামান মজুমদার, অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান সহ বিভাগের কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।

    সাক্ষাৎকালে তারা উন্নত সমাজ গঠনের লক্ষ্যে পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

    এরআগে, অধ্যাপক ড. গ্লেডা ফ্রেডম্যান এবং ফিলিপ মিসেন্ট ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে ÓFamily Therapy” শীর্ষক এক কর্মশালায় বক্তব্য রাখেন।

    দেশে আরো লাইব্রেরি প্রতিষ্ঠা করা প্রয়োজন: ঢাবি উপাচার্য

    0

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এ এস এম মাকসুদ কামাল বলেছেন, দেশে শুধু সরকারি নয়,বেসরকারি কিংবা ব্যক্তিগত পর্যায়ে আরো লাইব্রেরি প্রতিষ্ঠা করা প্রয়োজন।
    তিনি বলেন, লাইব্রেরি হল জ্ঞানের ভান্ডার। বর্তমানে দেশে ৭১টি পাবলিক লাইব্রেরি রয়েছে। জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে বেশি বই পড়তে হবে। বই পড়ার মাধ্যমে সকল পর্যায়ের মানুষ পৃথিবীর ইতিহাস, ঐতিহ্য, মানবতার প্রকাশ  ও নিজের সম্পর্কে জানতে পারবে।
    আজ জাতীয় গ্রন্থাগার দিবস উদ্যাপন উপলক্ষে ‘গ্রন্থাগারে বই পড়ি,স্মার্ট বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
    দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এর অংশ হিসাবে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। উপাচার্য এই শোভাযাত্রার উদ্বোধন করেন।
    ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে অনুষ্ঠানে
    কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

    পিছিয়েছে ঢাবির ভর্তি পরীক্ষা

    0

    দেশে চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

    আগামী ৩১ জুলাই থেকে ভর্তি পরীক্ষা শুরুর কথা ছিল। তবে সেটি পিছিয়ে ১ অক্টোবর থেকে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    মঙ্গলবার (১৩ জুলাই) ঢাবির ডিনস কমিটির এক জরুরি সভায় পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

    সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। ১ অক্টোবর হবে বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা। ২ অক্টোবর হবে কলা অনুষদের ভর্তি পরীক্ষা।

    চারুকলা অনুষদের লিখিত (অঙ্কন) পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ অক্টোবর, এরপর ২১ অক্টোবর বাণিজ্য অনুষদের আর সবশেষ ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    এছাড়া অনুষ্ঠিত সভায় সাত কলেজ, অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ও গার্হস্থ্য অর্থনীতি কলেজের ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে।

    ঢাবি জগন্নাথ হল অ্যালামনাই এসোসিয়েশনের বৃত্তি প্রদান

    0
    ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল অ্যালামনাই এসোসিয়েশনের ‘বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০১৮’ গতকাল ৭ ডিসেম্বর ২০১৮ হলের অক্টোবর স্মৃতি ভবনের টিভি কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

    ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল অ্যালামনাই এসোসিয়েশনের ‘বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০১৮’ গতকাল ৭ ডিসেম্বর ২০১৮ শুক্রবার হলের অক্টোবর স্মৃতি ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এতে বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার এবং জগন্নাথ হল অ্যালামনাই এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি কানুতোষ মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ হল অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি পান্না লাল দত্ত।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের অভিনন্দন জানিয়ে বলেন, তোমাদের সত্যিকার দেশপ্রেমিক, বিনয়ী, অসাম্প্রদায়িক ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে। পাশাপাশি দেশে সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যেতে হবে।
    অনুষ্ঠানে রাধাকান্ত মজুমদার স্মৃতি বৃত্তি, সরোজিনী মজুমদার স্মৃতি বৃত্তি, অনিন্দ্য মজুমদার স্মৃতি বৃত্তি, নরেন্দ্র নাথ রায় স্মৃতি বৃত্তি, পার্থ সারথি দেবনাথ (অনিক) স্মৃতি বৃত্তি, অতুল চন্দ্র দত্ত স্মৃতি বৃত্তি, মনীন্দ্র চন্দ্র পোদ্দার স্মৃতি বৃত্তি এবং জগন্নাথ হল অ্যালামনাই এসোসিয়েশন শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

    শেকৃবিতে ২দিনব্যাপী প্রথম বার্ষিক রিসার্চ রিভিউ ওয়ার্কশপ-২০২২ এর শুভ উদ্বোধন

    0

    শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (সাউরেস) কর্তৃক আয়োজিত ১ম রিসার্চ রিভিউ ওয়ার্কশপ ২০২২ এর শুভ উদ্বোধন হয়েছে। আজ ১৪ জুন ২০২২ (মঙ্গলবার) বিকাল ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, শেকৃবি’র মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গবেষণা পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুর রাজ্জাক।
    সভাপতির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, “কৃষি শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণে এই প্রতিষ্ঠানটি ১৯৩৮ সাল থেকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছে। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই পরবর্তীতে শিক্ষক ও গবেষক হিসেবে অন্যান্য কৃষি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে অবদান রেখে চলেছে। জাতীয় প্রয়োজনে নতুন নতুন জাত সৃষ্টি ও প্রযুক্তি উদ্ভাবন করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং মানসম্পন্ন গবেষণা করে ২০৪১ সালের উন্নত বাংলাদেশের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে।” এছাড়াও উচ্চশিক্ষায় ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের গবেষণার পরিধি বাড়াতে অধিকতর বাজেট বরাদ্দের আহবান জানান তিনি।
    ইউজিসির মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. দিল আফরোজা বেগম বলেন, “দেশের গবেষণার স্বার্থে আমরা একটি সেন্ট্রাল রিসার্চ কাউন্সিল এবং সেন্ট্রাল ল্যাব প্রতিষ্ঠা করবো। এই সেন্ট্রাল রিসার্চ কাউন্সিল দেশের সকল গবেষণার তত্ত্বাবধান করবে। একই সাথে সেন্ট্রাল ল্যাব অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা সজ্জিত থাকবে। দেশের সকল বিশ্ববিদ্যালয় তাদের গবেষণার নমুনা এই ল্যাবে পাঠিয়ে নিজেদের প্রয়োজন মতো এনালাইসিস করতে পারবে”। এছাড়া শিক্ষকদের গবেষণায় অধিক মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই আমাদের দেশের জন্য গবেষণা চালিয়ে যেতে হবে”।
    অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, শেকৃবির মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, পরিচালকবৃন্দ, শিক্ষক, গবেষক ও কর্মকর্তাবৃন্দ।
    উল্লেখ যে, অদ্যাবধি শেকৃবি’র সম্মানিত শিক্ষকদের তত্বাবধানে ৩৪৮৪জন এমএস এবং ৫৭জন পিএইচডি ছাত্রছাত্রী তাদের গবেষণা কার্যক্রম সম্পন্ন করে ডিগ্রি অর্জন করেছেন। সাউরেস এর তত্ত্বাবধানে ১০৫৬টি গবেষণা প্রকল্প সম্পন্ন হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন অনুষদ ও বিভাগ চালু হওয়ায় ক্রমাগত এমএস ও পিএইচডি ছাত্র-ছাত্রীর সংখ্যা বাড়ছে, যার সংখ্যা ৪০০ এর অধিক।

    0FansLike
    0FollowersFollow
    0SubscribersSubscribe