বিনোদন

    Home বিনোদন

    তারকারা যে যেখানে ভোট দেবেন!

    0

    বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কাল। রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীণভাবে চলছে ভোটগ্রহণ। আগামী পাঁচ বছর দেশ পরিচালনার ভার কার হাতে যাবে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নাকি বিএনপি নেতৃতাধীন ঐক্যফ্রন্টের। এদিন সেই রায় দেবেন ভোটাররা।

    আসুন জেনে নেই তারকারা এদিন কে কোথায় ভোট দেবেন:

    শাকিব খান: বর্তমান সময়ে ঢাকাই ছবির এক নাম্বার নায়ক শাকিব খান, সঙ্গে ওপার বাংলায়ও হালে তিনি বেশ জনপ্রিয়। গুলশান-২ এলাকার ভোটার তিনি। তার ভোটকেন্দ্র হচ্ছে গুলশান মডেল হাইস্কুল। এবারের নির্বাচনী প্রচারণায় তাকে নৌকার পক্ষে সরব থাকতে দেখা গেছে। শাকিব খান বলেন, ‘আমি চাইবো ভোটের দিন যেন কোন প্রকার সহিংসতা না হয়। সবাই উৎসবমুখর পরিবেশেই ভোট দিতে আসেন।’

    অপু বিশ্বাস: ভোটার হওয়ার পর থেকে প্রত্যেকটা ভোটেই নিজের ভোটটি দিয়েছেন এই নায়িকা। আর তাই এবারও ভোট দেবেন তিনি। অপু বিশ্বাস গুলশান-২ এলাকার ভোটার। আর শাকিব খানের মতো তারও ভোট কেন্দ্র হচ্ছে গুলশান মডেল হাইস্কুল। আর ভোট দিতে গিয়ে এই দুই তারকা মুখোমুখি হন কিনা, সে দিকেও দৃষ্টি থাকবে শাকিব-অপু ভক্তদের।

    বিদ্যা সিনহা মিম: দেশের আলোচিত নায়িকা বিদ্যা সিনহা মিম। গুলশান এলাকার ভোটার তিনি। এখানকার একটি ভোটকেন্দ্রে ভোট দিতে যাবেন মিম। তিনি বলেন, ইচ্ছা আছে সকালের দিকে গিয়ে নিজের ভোটটি দিয়ে আসবো। আর নির্বাচনে যে দলই জিতুক না কেন আমি চাইবো দেশে শান্তি বিরাজমান থাকুক।

    সিয়াম আহমেদ: বর্তমান সময়ের আলোচিত নায়ক সিয়াম ঢাকা-১৯ আসনের ভোটার। ভোট কোথায় দিবেন জানতে চাইলে সিয়াম বলেন, ‘রাজারবাগ এলাকার আমার ভোট কেন্দ্র, সেখানেই ভোট দিতে যাবো।

    অভিনেতা কাদের খান আইসিইউ’তে

    0

    বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : লিউডের প্রবীণ অভিনেতা কাদের খানের অবস্থা আশঙ্কাজনক। ভারতীয় সংবাদ মাধ্যমসূত্রে জানা গেছে, গুরুতর অবস্থায় নিবির পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

    ছেলের সাথে কানাডায় বসবাসরত এই অভিনেতা শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি তার অবস্থা বেগতিক দেখে হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা তার অবস্থা দেখে দ্রুত নিবির পর্যবেক্ষণে রাখেন।

    অন্যদিকে ৮১ বছর বয়সী এই অভিনেতার সুকিচিৎসার জন্য ডাক্তারদের একটি বিশেষ দল গঠন করা হয়েছে। ডাক্তারদের তরফ থেকে জানানো হয়েছে, কাদের খানের অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে।

    তিনশোর বেশি ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন কাদের খান। তার অভিনীত সর্বশেষ ছবির ‘আমন কে ফারিস্তে’। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে আন্টি নাম্বার ওয়ান, কুলি নাম্বার ওয়ান, আখিওসে গোলি মারে, বেনারসী বাবু, জুড়ওয়া, ফানটুস, বাপ নম্বরি বেটা দশ নম্বরি উল্লেখযোগ্য।

    আব্দুল আজিজের নামে ভুয়া অ্যাকাউন্ট!

    0

    বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার, প্রযোজক আব্দুল আজিজের নামে তৈরি একাধিক ভুয়া অ্যাকাউন্ট থেকে ম্যাসেজ যাচ্ছে তরুণীদের কাছে। বিষয়টি সম্পর্কে সবাইকে সাবধান করে তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আমার ছবি দিয়ে আমার নামে ফেইক একাউন্ট খুলে বিভিন্ন জনকে ম্যাসেজ দেয়া হচ্ছে

    তিনি আরও লিখেছেন, সবাইকে জানাচ্ছি যে, আমার এই ভ্যারিফাইড অ্যাকাউন্ট ছাড়া অন্য কোন একাউন্ট নাই। আর আমি কখনোই কাউকে ম্যাসেঞ্জারে আগে ম্যাসেজ দেই না।

    শীঘ্রই এই ব্যপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান আব্দুল আজিজ।

    প্রসঙ্গত, কিছু দিন আগেই তিনি নতুন সিনেমার জন্য একজন নতুন মোটা নায়িকা আবশ্যক জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। এরপর থেকেই তার নামে তৈরি ভুয়া অ্যাকাউন্ট থেকে মেয়েদের কাছে ব্যাপকহারে এসব ম্যাসেজ যেতে শুরু করে।

    সোনম সমকামী!

    0

    বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : শিরোনামে কোনও ভুল নেই। এটাই সোনম কাপুরের সত্যি। তিনি সমকামী। এ কথা নিজেই স্বীকার করেছেন নায়িকা। এই সত্যিটা যদিও তার জীবনের নয়, সুইটির জীবনের সত্যি। সুইটি এক টিপিক্যাল পাঞ্জাবী পরিবারের মেয়ে। কনজার্ভেটিভ মা-বাবার ছায়ায় বড় হয়ে ওঠা সুইটির। স্বাভাবিক ভাবেই নিজের জীবনের এই বড় সত্যিটা লুকিয়ে রেখেছিল সে এতদিন।

    এবার সময় এসেছে নিজের সত্যিটা সকলের সামনে বলার। কথা হচ্ছে সোনমের নতুন ছবি ‘এক লাড়কি কো দখা তো এইসা লাগা’। পয়লা ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ছবিটি। ফিল্মটির ট্যাগলাইন ছিল, দি মোস্ট আনএক্সপেক্টেড রোমান্স অব দ্য ইয়্যার। সত্যিই অপ্রত্যাশিত। সোনমের এই ছবিতে লেজবিয়ানের ভূমিকায় অভিনয় করেছেন।

    সুইটির সত্যি এতদিন চাপা থাকলেও একটা সময় এলো যখন তার বিয়ের জন্য পরিবারের সকলে প্রস্তুতি নেওয়া শুরু করল। সেই সময় সে নিজের সমকামীতার ব্যাপারে পরিবারের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেয়। ফিল্মটির ট্রেলার মুক্তি পেতেই ছবির স্ক্রিপ্টের প্রশংসায় পঞ্চমুখ দর্শক। তাদের মতে, অনেকদিন পর বলিউডে অন্য ধরণের ছবি হচ্ছে। ছবিতে সোনমের বাবার ভূমিকায় রয়েছেন খোদ অনিল কাপুর।

    প্রচারণায় নামতে আগ্রহী হিরো আলমের সেই ‘নায়িকারা’

    0

    একাদশ সংসদ নির্বাচনে আলোচিত প্রার্থী হিরো আলম খ্যাত আশরাফুল ইসলাম আলম। বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন তিনি। বর্তমানে নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত আছেন তিনি।

    এর আগে বিভিন্ন মিউজিক ভিডিওতে অভিনয় করে আলোচনায় আসেন হিরো আলম। পরে একটি ছবিতেও অভিনয় করেছিলেন। হিরো আলম জানিয়েছেন, তার মিউজিক ভিডিওর নায়িকারা এখন নির্বাচনী প্রচারণায় অংশ নিতে চান।

    এ বিষয়ে হিরো আলম বলেন, যেখানেই যাচ্ছি, সেখানেই হাজার হাজার মানুষ জড়ো হচ্ছে। আমি বের হলেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আরও যদি আমার হিরোইনদের (নায়িকা) মাঠে নামাই, তাহলে পরিস্থিতি আরও বেসামাল হয়ে পড়বে। তখন আর কিছুই নিয়ন্ত্রণে থাকবে না। এ কারণেই তাদের মাঠে নামতে দিচ্ছি না। তবে নায়িকারা মাঠে নামতে চাইছে। আমি প্রায় ৫০০ ভিডিও করেছি। তাহলে আমার নায়িকারাও ৫০০’র মতোই হবে।

    আগের ‘স্বামীকে ডিভোর্স’ দিয়ে বিয়ের পিঁড়িতে বসছেন নুসরাত!

    0

     

    বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক: নুসরাত জাহান। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী। ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন, নুসরাত বিবাহিত। আর আগের সেই স্বামীকে ডিভোর্স দিয়ে আবারও বিয়ের পিঁড়িতে বসছেন নায়িকা।

    আনন্দবাজার প্রত্রিকার খবর, ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েনের জন্য সব সময়েই শিরোনামে নুসরাত জাহান। শোনা যাচ্ছে, নতুন সম্পর্কে রয়েছেন তিনি। সেই সম্পর্ক বিয়ের পথে এগোচ্ছে। একটি বিখ্যাত শাড়ির ব্র্যান্ডের মালিকের সঙ্গে নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন নুসরাত। তবে এ বিয়ের জন্য আগের বিয়ে থেকে ডিভোর্স পেতে হবে। বিবাহ-বিচ্ছেদের আইনি প্রক্রিয়া চলছে বলে খবর।

    যদিও আগের বিয়ের কথা নুসরাত প্রকাশ্যে কোনো দিনই স্বীকার করেননি। ইন্ডাস্ট্রির অন্দরমহলের খবর, বছর চারেক আগে রেজিস্ট্রি করে ভিক্টর ঘোষের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। ভিক্টর পেশায় এভিয়েশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। তবে জনসমক্ষে পরস্পর লিভ-ইন সম্পর্কে আছেন এমনটাই বলতেন। সংবাদমাধ্যমের সামনে অবশ্য বিয়ের কথাও স্বীকার করেননি নুসরাত। তাঁর দাবি, ‘‘যারা বলছে আমি বিবাহিত, তারা প্রমাণ দিক। যার সঙ্গে অনেক দিন ধরে সম্পর্কে আছি, তাকেই বিয়ে করব।’’

    তবে সেই পাত্রের নাম-ধাম সম্পর্কে কখনও কিছু বলেননি তিনি। যদিও ইন্ডাস্ট্রির সকলেই জানেন, ভিক্টরকেই বিয়ে করেছিলেন নুসরাত।

    নতুন বিয়ের প্রস্তুতি কোন পর্যায়ে, তা অবশ্য এখনও জানা যায়নি। তবে নায়িকা অদূর ভবিষ্যতে বিয়ের পিঁড়িতে বসছেন তাতে বোধহয় সন্দেহ নেই।

    নর্থসাউথ ইউনিভার্সিটি ছাত্রীর ‘মিস কালচার ওয়ার্ল্ডওয়াইড’ জয়

    0

    বাংলাদেশি ছাত্রী প্রিয়তা ইফতেখারের মাথায় উঠেছে ‘মিস কালচার ওয়ার্ল্ডওয়াইড’ এর মুকুট। নর্থসাউথ ইউনিভার্সিটির ওই ছাত্রী বাংলাদেশের জন্য বয়ে এনেছেন অনন্য গৌরব। প্রশংসার জোয়ারে এখন তিনি ভাসছেন। গত ১৬ ডিসেম্বর জিম্বাবুয়েতে প্রথমবারের মতো আয়োজিত ওই অনুষ্ঠানে বিশ্বের ৫০টি দেশের প্রতিযোগিকে পেছেনে ফেলে সেরা হয়েছেন প্রিয়তা। সাংস্কৃতিক বৈচিত্র্যতা নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় সেরাদের সেরা হয়েছেন তিনি। প্রতিযোগিতার গ্রান্ড ফাইনালে বিশ্বের ২৬টি দেশের প্রতিযোগী অংশ নেন। এরমধ্যে সেরা ১৫ বাছাইয়ের পর শীর্ষ পাঁচ চূড়ান্ত করে জুরি বোর্ড। মিস কালচার ওয়ার্ল্ডওয়াইড-২০১৮ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদন করেন ৫০টি দেশ।

    জিম্বাবুয়ের জাতীয় ব্র্যান্ডিং ও বিনিয়োগ ফার্ম প্রথমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করে। মূলত বৈশ্বিকভাবে সংস্কৃতির আদান-প্রদানের জন্যই এ উদ্যোগ নেয়া হয়। প্রিয়তা ২০০৮ সালে প্রতিষ্ঠা করেছেন ‘দ্য ফ্ল্যাগ গার্ল’ নামের একটি নেটওয়ার্ক। এ নেটওয়ার্ক কাজ করছে দেশ ও বিদেশের নারীদের নিয়ে। তবে নেটওয়ার্কের সদস্যদের মধ্যে নারী-পুরুষ সবাই আছেন। বর্তমানে সদস্য সংখ্যা ১ হাজার ৩০০। ৫০ শতাংশ সদস্য বাংলাদেশি। অন্য ৫০ শতাংশ সদস্যদের বাস বিশ্বের বিভিন্ন দেশ। এরই কার্যক্রম হিসেবে বাংলাদেশের লাল-সবুজ পতাকা নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়িয়েছেন প্রিয়তা।

    এর আগে প্রিয়তা ইফতেখার মিস ট্যুরিজম ওয়ার্ল্ড, মিস মাল্টিন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতা ও ইভেন্টে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে নারী ও সামাজিক উন্নয়নে অবদান রাখায় এ বছর জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডও পেয়েছেন প্রিয়তা।

    জানা গেছে, পতাকা বালিকাখ্যাত প্রিয়তা ইফতেখার দ্য ফ্লাগ গার্ল এর প্রতিষ্ঠাতা। বাংলাদেশের এই সাহসী তরুণীর ধমনীতে বইছে, ব্রিটিশ ভারতের বিখ্যাত পত্রিকা সওগাত সম্পাদক নাসির উদ্দীনের রক্ত। নারী সাংবাদিকতার অগ্রদূত নূরজাহান বেগম প্রিয়তার নানি। কচি কাঁচা মেলার প্রতিষ্ঠাতা সাংবাদিক রোকনুজ্জামান খান দাদাভাই তার নানা। বাংলাদেশ পর্যটন করপোরেশন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও প্রিয়তা কাজ করছেন। সারা বিশ্বে নিজে ভ্রমণের পাশাপাশি বাংলাদেশের মেয়েরা যাতে এ সুযোগ পায় এ জন্য ছুটে চলছেন সব বাধা ও চ্যালেঞ্জ জয় করে। দেশি বিদেশি নারীদের নিয়ে কাজ করতে ২০০৮ সালে দ্য ফ্লাগ গার্ল গড়ে তোলেন প্রিয়তা। সংগঠন প্রতিষ্ঠার পর ভ্রমণ স্বাচ্ছন্দ্য করতে, সারা বিশ্বে গড়ে তুলেছেন ফ্রেন্ড নেটওয়ার্ক। এই বন্ধুরাও যেসব দেশে ভ্রমণ করেন তারাও সে সব দেশে তুলে ধরেন বাংলাদেশের পতাকা।

    ‘রঙিলা বেবি’ আইটেম গানে মাহিয়া মাহি

    0

    বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : অন্যান্য ইন্ডাস্ট্রির সঙ্গে তাল মিলিয়ে ঢাকাই ছবিতেও এসেছে ‘আইটেম গান’-এর প্রচলন। সিনেমার গল্পের সঙ্গে প্রাসঙ্গিক না হলেও অধিকাংশ ছবিতেই একটি গান রাখা হচ্ছে। যেখানে নায়িকা কিংবা অন্য কোনো গ্ল্যামারাস মডেল-অভিনেত্রীকে আবেদনময়ী পারফরম্যান্স করানো হয়।

    ঢালিউডের এই সময়কার প্রায় সব নায়িকাকেই আইটেম গানে দেখা গেছে। এর মধ্যে অন্যতম মাহিয়া মাহি। অগ্নি, অগ্নি ২, দবির সাহেবের সংসার, মনে রেখো এসব ছবির আইটেম গানে পারফর্ম করে সাড়া ফেলেছিলেন ঢালিউডের এই অভিনেত্রী। এর মধ্যে ‘অগ্নি টু’ ছবিতে ‘ম্যাজিক মামনি’ নামক গানে নজরকাড়া পারফর্ম করে দারুণ জনপ্রিয়তা পান তিনি। বলা চলে এটাই প্রথম আইটেম গান, যেটা ব্যাপক জনপ্রিয়তা পায়।

    সেই মাহিয়া মাহিকেই আবারো দেখা যাবে নতুন একটি আইটেম গানে। ‘অবতার’ নামের সিনেমায় ‘রঙিলা বেবি’ শিরোনামের আইটেম গানে পারফর্ম করতে চলেছেন মাহিয়া মাহি। খবরটি নিশ্চিত করেছেন ‘অবতার’ নির্মাতা মাহমুদ হাসান শিকদার।

    গত শুক্রবার বিকেলে নির্মাতা জানান, শনিবার ও রবিবার এফডিসির চার নম্বর ফ্লোরে আইটেম গানের শুটিংয়ে অংশ নিচ্ছেন মাহি। এটি গল্পের অংশ। নকল কিংবা কপিপেস্ট নয়। দেশীয়ভাবে বেস্ট আয়োজনে গানটি চিত্রায়িত হচ্ছে।

    ‘রঙিলা বেবি’ আইটেম গানের কোরিওগ্রাফি করছেন রোহান বিল্লাল। এ গানের কথা লিখেছেন তারেক তুহিন। সুর-সংগীত করেছেন আহমেদ হুমায়ূন এবং গানে কণ্ঠ দিয়েছেন ঐশী। পরিচালক মাহমুদ হাসান শিকদার জানান, ‘অবতার’ ছবির শুটিং-গান, ডাবিং, সম্পাদনা সবই শেষ। শুধুমাত্র এই আইটেম গানের কাজ বাকি রয়েছে। এবার এর কাজ হচ্ছে। ছবি আগামী ফেব্রুয়ারি মাসে মুক্তি দেওয়ার ইচ্ছা।

    পুরোপুরি বাণিজ্যিক ঘরানার ছবি ‘অবতার’। এই ছবিতে নাচ, গান, ফাইট সবই থাকছে। আমাদের সমাজ বদলে দেয়ার মতো ‘অবতার’ এখন খুঁজে পাওয়া যায় না। যার জন্য সমাজে নৈতিক অবক্ষয় বিরাজ করছে। ছবিতে আমিন খানকে সমাজের ‘অবতার’ হিসেবে দেখা যাবে। মাহি থাকছেন তার বোন হিসেবে- যোগ করে জানালেন নির্মাতা।

    গত বছর ডিসেম্বরে পাবনায় ‘অবতার’ ছবির শুটিং শুরু হয়েছিল। এরপর দেশের বিভিন্ন লোকেশনে ছবির শুটিং হয়েছে। এ ছবিতে মাহির নায়ক জে এইচ রুশো। আমিন খান ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, সুব্রত প্রমুখ।

    ক্রিসমাস পার্টিতে বলিউডের লাভ বার্ডসরা

    0

    বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক :উৎসবের মৌসুমে মাতোয়ারা গোটা বলিউড। বড়দিন উপলক্ষ্যে বলি তারকারা একে অপরের বাড়িতে ক্রিসমাস পার্টি দিচ্ছেন। একসঙ্গে হাজির হচ্ছেন বলিউডের লাভ বার্ডসরা।

    বলিউডের জনপ্রিয় প্রযোজক রীতেশ সিদওয়ানি রোববার রাতে নিজ বাড়িতে ক্রিসমাস পার্টির আয়োজন করেছিলেন। প্রযোজকের সেই পার্টিতেই হাজির হয়েছিল গোটা বলিউড। নতুন দম্পতি দীপিকা রণবীর সঙ্গে নেহা-অঙ্গদ বেদী, অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে, ফারহান আখতার সঙ্গে বান্ধবী শিবানী দান্ডেকর, ডিনো মোরিয়া, অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। এই দুই লাভ বার্ডস সঞ্জয় কাপুরের সঙ্গে একই গাড়িতে পার্টিতে উপস্থিত হয়েছিলেন।

    আজকাল অবশ্য প্রায় সব জায়গাতেই অর্জুন ও মালাইকাকে একসঙ্গে দেখা যায়। কখনও ডিনার, কখনো মুভি বা একসঙ্গে হাত ধরে ঘোরা। এসবই পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়ছে।

    অভিনেত্রী মালাইকা তার জন্মদিন সেলিব্রেট করতে পাড়ি দিয়েছিলেন ইতালিতে। সেখানে মালাইকার পিছু নিতে দেখা গেছে অর্জুনকেও। তবে এ তারকারা মাঝ রাতে একে অপরের বাড়িতেও যান। কোনো দিন নিজেদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও একে অপরের প্রতি তারা যে কতটা যত্নশীল তা দেখলেই বোঝা যায়। এই পার্টিতেও দু’জনই প্রায় মেচিং ড্রেস পড়েছিলেন।

    আরবাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিনি নিজের নাম থেকে খান শব্দটি ছেটে ফেলেছেন। মালাইকা এবং আরবাজের সম্পর্ক বিচ্ছেদের পেছনে অনেকে অর্জুনকেই দায়ী করছেন। এমনকি সালমান খান অর্জুনকে মালাইকার থেকে দূরে থাকার পরামর্শও দিয়েছিলেন।

    এদিকে বলিউড পাড়ায় জোর জল্পনা চলছে মালাইকা-অর্জুন খুব শিগগিরই বিয়ে করতে পারেন, তবে তারা কবে বিয়ে করবেন তা এখনও জানা যায়নি। অন্যদিকে আরবাজও নিজের জীবনে নতুন সঙ্গী খুঁজে পেয়েছেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে বিদেশি বান্ধবী জর্জিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তিনি।

    এ বছর আমরা যাদের হারালাম!

    0

    বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক: মহাকালের অমোঘ নিয়মে বিদায়ের ঘণ্টা বাজছে ২০১৮ সালের। দরজায় কড়া নাড়ছে নতুন বছর। নতুন বছরকে স্বাগত জানানোর পাশাপাশি কেউ কেউ নতুন বছরের পরিকল্পনাও সাজাতে বসে গেছেন। আনন্দ-বেদনা, আশা-নিরাশার ভেলায় চড়ে সবাই ২০১৮ সালকে বিদায় জানানো প্রস্তুতির মাঝে মনে উঁকি দিচ্ছে নতুন ২০১৯ কে নিয়ে নানা স্বপ্ন। অনেক স্বপ্ন, অর্জনের পাশাপাশি ২০১৮ আমাদের দিয়েছে কিছু হারানোর ক্ষত। সংস্কৃতি অঙ্গন হারিয়েছে অবদান রাখা বেশ কজন কৃতি ব্যক্তিত্বকে। একসময় যারা তাদের প্রতিভার আলোয় আলোকিত করেছে শিল্পাঙ্গন। তারা আজ চিরদিনের জন্য পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। বছর শেষে ফিরে দেখার এই আয়োজন শ্রদ্ধায় স্মরণ করছি তাদের।

    – ১১ জানুয়ারী বাংলা চলচ্চিত্রের শক্তিমান ও জনপ্রিয় অভিনেতা সিরাজ হায়দার মারা গেছেন। ভোর ৬টার দিকে রাজধানীর কল্যাণপুরে নিজ বাসায় মারা যান তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

    – ১৬ জানুয়ারি নন্দিত সংগীতশিল্পী শাম্মী আক্তার মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। দীর্ঘদিন ধরেই তিনি মরনব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। ১৬ জানুয়ারী তার শরীর হঠাৎ বেশি খারাপ হলে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। শাম্মী আক্তার ছয় বছর ধরে ব্রেস্ট ক্যানসারে ভুগছিলেন।

    – ৩০ জানুয়ারি মারা যান বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান গীতিকার কাজী আজিজ আহমেদ। বাংলা গানের তালিকায় কালজয়ী এক সংযোজন ‘চোখ যে মনের কথা বলে’র মত অসংখ্য গান। গান লেখার পাশাপাশি অসংখ্য জনপ্রিয় সিনেমার চিত্রনাট্যও লিখেছেন তিনি। করেছেন সিনেমা পরিচালনাও। পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

    – ১৭ ফেব্রুয়ারী বিনোদন সাংবাদিক জুটন চৌধুরী মারা যান। নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন যাবত কোলন ক্যানসারসহ অন্যান্য রোগে ভুগছিলেন জুটন চৌধুরী।

    – ২২ ফেব্রুয়ারি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে দেশ বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক আলী আকবর রুপু চলে যান না ফেরার দেশে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসে ভুগছিলেন আলী আকবর রুপু। তার হার্ট ও কিডনিতেও সমস্যা ছিল।

    – ১৩ এপ্রিল বাংলা চলচ্চিত্রের সর্বাধিক গানের নৃত্য পরিচালক মাসুম বাবুলের স্ত্রী ফারজানা ববি মারা যান। স্ট্রোক করে রাজধানীর উত্তরার বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    – ২৬ মে না ফেরার দেশে চলে যান জনপ্রিয় আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফার মা আফরোজ মুস্তাফা। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

    – ৭ জুলাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রানী সরকার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ৮৬ বছর বয়সী এই অভিনেত্রী বার্ধক্য ছাড়াও পিত্তথলির পাথর, বাতজ্বর, জটিল কোলেলিথিয়েসিস রোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

    – ১৯ আগস্ট না ফেরার দেশে চলে গেলেন চলচ্চিত্রের বর্ষিয়ান অভিনেতা আব্দুস সাত্তার। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গুণী এ অভিনেতা অসংখ্য টেলিভিশন নাটকে ও বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন।

    – ১৮ অক্টোবর বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড এলআরবির দলনেতা ও লিড গিটারিস্ট আইয়ুব বাচ্চু মারা গেছেন। ১৮ অক্টোবর সকালে নিজ বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে। এরপর স্কয়ার হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    – ১৮ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমালেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রঙ্গলাল দেব চৌধুরী। কানাডার টরন্টোর সেইন্ট মাইকেল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

    – ১ ডিসেম্বর জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক আনোয়ার হোসেন মারা গেছেন। পান্থপথের হোটেল ওলিও ড্রিম হেভেনের একটি রুমের দরজা ভেঙে আনোয়ার হোসেনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

    – ১৪ ডিসেম্বর প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা আমজাদ হোসেন মারা গেছেন। ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।

    – ১৮ ডিসেম্বর সাইদুল আনাম টুটুল চলে গেলেন না ফেরার দেশে। রাজধানীর ধানমন্ডিস্থ ল্যাব এইডে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    বলিউডের যারা চলে গেলেন:

    – ২৫ ফেব্রুয়ারী চলে গেলেন প্রখ্যাত বলিউড অভিনেত্রী শ্রীদেবী। দুবাইয়ের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে শ্রীদেবীর বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি খ্যাতনামা পরিচালক ও প্রয়োজক বনি কাপুরের স্ত্রী। এই দম্পতির দুটি কন্যা সন্তান রয়েছে।

    – ১৯ আগষ্ট চলে গেলেন সুজাত কুমার। তিনি মূলত মায়ের চরিত্রই বেশি করতেন। ‘ইংলিশ ভিংলিম’ সিনেমায় তিনি প্রশংসিত ও পুরস্কিত হয়েছিলেন।

    – ১৭ জুলাই মারা যান প্রবীণ অভিনেত্রী রিতা ভাদুরী। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা যান এই অভিনেত্রী। ভারতের টিভি সিরিয়ালে জনপ্রিয় মুখ ছিলেন রিতা ভাদুরী।

    – ৬ মার্চ চলে গেলেন বলিউডের অভিনেত্রী নার্গিস রাবাডি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। সাধারণত শাম্মি আন্টি নামেই তিনি পরিচিত ছিলেন।

    – ১৪ মার্চ নরেন্দ্র ঝা মারা গেছেন। ওয়াডায় নিজের ফার্মহাউজে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। গুণী এই অভিনেতা `রইস`, `হায়দার` এবং `কাবিলে`র মতো অনেক জনপ্রিয় হিন্দি ছবিতে অভিনয় করেছেন।

    – ১৭ জানুয়ারী মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আভা মুখার্জী। সঞ্জয়লীলা বানসালির ‘দেবদাস’ হয়েছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। সেখানে তার দাদীর ভূমিকায় অভিনয় করেছিলেন আভা মুখার্জি। যারা ছবিটি দেখেছিলেন নিশ্চয়ই তাদের মনে আছে দেবদাসের প্রতি তার দাদীর অনুরাগ, ভালোবাসা।

    0FansLike
    0FollowersFollow
    0SubscribersSubscribe