Home প্রাইভেট বিশ্ববিদ্যালয় জবির প্রথম ছাত্রী হলের প্রথম প্রভোস্ট হলেন ড. আনোয়ারা

জবির প্রথম ছাত্রী হলের প্রথম প্রভোস্ট হলেন ড. আনোয়ারা


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. এসএম আনোয়ারা বেগমকে এই হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাকে নির্মাণাধীণ প্রথম ছাত্রী হলের প্রথম প্রভোস্ট হিসেবে নিয়োগ দেয়া হয়।

ভিসি প্রফেসর ড. মীজানুর রহমান বলেন, পহেলা জানুয়ারি থেকে প্রভোস্টের আনুষ্ঠানিক কাজ শুরু হবে। আপাতত হল বুঝে নেওয়ার জন্য প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। পরে সহকারী প্রভোস্ট ও হাউজ টিউটর নিয়োগ দেওয়া হবে। নিয়ম-কানুন তৈরি করা ও ডাইনিং বিষয়ে সব কাজ আগে থেকেই শুরু করতে হবে। সব কাজ শেষ করে আগামী বছরের জুন থেকে ছাত্রীরা হলে উঠতে পারবেন বলে আশা করছেন উপাচার্য।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই হলের কাজ ২০১৩ সালে শুরু হয়। ১৬তলা বিশিষ্ট এই হলে এক হাজার ছাত্রী আবাসনের ব্যবস্থা রয়েছে। কাজ শুরু হওয়ার পর বেশ কয়েকবার মেয়াদ বৃদ্ধি করে ২০১৯ সালের জুনে বিশ্ববিদ্যালয়কে হল বুঝিয়ে দেওয়ার কথা নির্মাণকারী প্রতিষ্ঠানের।