Home ক্যাম্পাস খবর ঈশা খাঁ বিশ্ববিদ্যলয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত তোফায়েল আহমেদ

ঈশা খাঁ বিশ্ববিদ্যলয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত তোফায়েল আহমেদ


বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক :, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইংরেজী বিভাগের আয়োজনে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্নাঢ্য আয়োজনে অনুষ্টানটি উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ সুলতান উদ্দিন ভূঞা ফিতা কেটে পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের মাঝে গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয় প্রতিবছর পিঠা উৎসবের আয়োজন করে। ভবিষ্যতেও আরোও বড় পরিসরে এই পিঠা উৎসবের আয়োজন করা হবে। পরে তিনি শিক্ষার্থীদের নিজ হাতে তৈরী পিঠার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক প্রফেসর ডাঃ আ.ন.ম. নৌশাদ খান, কিশোরগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার মোঃ আক্তার জামীল, জেলা কারাগারের জেল সুপার মোঃ বজলুর রশীদ, কারাধ্যক্ষ মোঃ বাহারুল ইসলাম, বিশ্ববিদ্যলয়ের কলা ও সামজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মোঃ আরজ আলী, আইন অনুষদের ডীন প্রফেসর মোঃ রফিকুল আলম, রেজিস্ট্রার চৌধুরী খায়রুল হাসান, ইংরেজী বিভাগের চেয়ারম্যান মোঃ বদরুল হুদা সোহেল, প্রভাষক মোঃ আল মুরসালিন স¤্রাট, মোঃ রাকিবুল হাসান, মাহবুবা প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে সকল বিভাগের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।