Home ক্যাম্পাস খবর ভিয়েতনামের হোচিমিন বিশ্ববিদ্যালয়ের শতভাগ বৃত্তি পেলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থী

ভিয়েতনামের হোচিমিন বিশ্ববিদ্যালয়ের শতভাগ বৃত্তি পেলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থী


বিশ্ববিদ্যালয় পরিক্রমা: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুষ্টি ও খাদ্য প্রকৌশল বিভাগের ১১
শিক্ষার্থী শতভাগ বৃত্তি নিয়ে ভিয়েতনামের ইন্ডাসট্রিয়াল ইউনিভার্সিটি অব
হোচিমিন (আইইউএইচ)-এ পড়তে গেছেন। আগামী দুই মাস তারা ওই বিশ্ববিদ্যালয়ের
ফুড টেকনোলজি ও বায়ো টেকনোলজি বিভাগে ইন্টার্নশিপ করবেন। ড্যাফোডিল
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইন্ডাসট্রিয়াল ইউনিভার্সিটি অব হোচিমিনের
মধ্যে শিক্ষার্থী বিনিময় চুক্তি রয়েছে এবং এই চুক্তির আওতায় ড্যাফোডিল
বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থী ইন্টার্নশিপ সম্পন্ন করতে গেছেন।
গতকাল ৬ সেপ্টেম্বর (শুক্রবার ) ড্যাফোডিলের শিক্ষার্থীদল ভিয়েতনামে পৌঁছার পর
ইন্ডাসট্রিয়াল ইউনিভার্সিটি অব হোচিমিনের রেক্টর ড. নগুয়েন থিয়েন তুয়ে, ভাইস
রেক্টর ড. নগুয়েন চাই হাইউ, সায়েন্স ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের
পরিচালক ড. ড্যাম সাও মাই, পোস্ট গ্রাজুয়েট ম্যানেজমেন্টের পরিচালক ড. লি
এনগোস সন, ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড ফুড টেকনেলজির পরিচালক
ড. নগুয়েন বা থান তাদেরকে স্বাগত জানান। এরপর তারা শিক্ষার্থীদলের সঙ্গে একটি বৈঠক
করেন। ড্যাফোডিল শিক্ষার্থীদলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য
ও পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ইমরান হোসেন এবং পুষ্টি ও খাদ্য প্রকৌশল বিভাগের
সহযোগী অধ্যাপক ড. আমীর আহমেদ।

ক্যাপশনঃ শতভাগ বৃত্তি নিয়ে ভিয়েতনামের ইন্ডাসট্রিয়াল ইউনিভার্সিটি অব
হোচিমিন (আইইউএইচ)-এ পড়তে যাওয়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল
ইউনিভার্সিটির পুষ্টি ও খাদ্য প্রকৌশল বিভাগের ১১ শিক্ষার্থীর সাথে ইন্ডাসট্রিয়াল
ইউনিভার্সিটি অব হোচিমিনের রেক্টর ড. নগুয়েন থিয়েন তুয়ে, ভাইস রেক্টর ড. নগুয়েন
চাই হাইউ ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ও পরিচালক
(প্রশাসন) মোহাম্মদ ইমরান হোসেন এবং পুষ্টি ও খাদ্য প্রকৌশল বিভাগের সহযোগী
অধ্যাপক ড. আমীর আহমেদ।