Home ক্যাম্পাস খবর অধ্যাপক নাজমা বেগম ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ঢাবির ৪ শিক্ষার্থী

অধ্যাপক নাজমা বেগম ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ঢাবির ৪ শিক্ষার্থী


ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের ৪জন মেধাবী শিক্ষার্থী
‘অধ্যাপক নাজমা বেগম ট্রাস্ট ফান্ড বৃত্তি’ লাভ করেছেন। ঢাকা
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ২০
অক্টোবর ২০১৯ রবিবার উপাচার্য লাউঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীনের
সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড.
সাদেকা হালিম, ট্রাস্ট ফান্ডের দাতা অধ্যাপক ড. নাজমা বেগম এবং
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: এনামউজ্জামান উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মেধাবী শিক্ষার্থী
হওয়ার পাশাপাশি ভাল মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য ছাত্র-ছাত্রীদের প্রতি
আহ্বান জানান। তিনি ট্রাস্ট ফান্ডের দাতাকে ধন্যবাদ দেন এবং
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
বৃত্তিপ্রাপ্তরা হলেন – উ¤েম খাইরুন সাদিয়া (পিয়ারা বানু বৃত্তি),
বিদ্যানন্দ বিশ্বাস (এস. এম. ওয়াজিদ বৃত্তি), ইমরান হোসাইন (মোমেনা
বেগম বৃত্তি) এবং মুনমুন আক্তার সেবা (আবুল হাসানাত মাহমুদ বৃত্তি)।