Home আইন/আদালত ধর্ষণের পর খুন, সেই কিশোরী পেয়েছে জিপিএ-৫

ধর্ষণের পর খুন, সেই কিশোরী পেয়েছে জিপিএ-৫


গাজীপুরের শ্রীপুরে জৈনাবাজার এলাকায় ধর্ষণের পর খুন হওয়া নূরা সবারিনা এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।

সে জৈনাবাজার এলাকার হাজী আব্দুল কাদের একাডেমী স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

রেজাল্ট হাতে পেয়ে নূরার বাবা রেজোয়ান কাজল বলেন, নূরা ছোটবেলা থেকেই মেধাবী। সে প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছিল। নূরা স্থানীয় এইচ একে একাডেমী নামে একটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসেবে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়েছিল।

নূরার বাবা এখন মালয়েশিয়াতে রয়েছেন। সেখান থেকে মেয়ের অসাধারণ সাফল্যের জিপিএ ৫ পাওয়া রেজাল্ট বুকে নিয়ে গগনবিদারী আত্মচিৎকার করছেন। আর বলছেন মেয়েকে ডাক্তার বানানোর স্বপ্ন ছিল। সব শেষ করে দিল হায়েনারা।

এদিকে নূরার রেজাল্ট প্রসঙ্গে বিদ্যালয়টির প্রধান শিক্ষক শাহীন সুলতানা জানান, আজকের ঘোষিত ফলাফলে নুরা জিপিএ-৫ পেয়েছে। এখন তার এ ফলাফল বন্ধুবান্ধব ও পরিবারের কাছে শুধুই স্মৃতি। তার এমন ফলাফলই আমাদের কাছে প্রত্যাশিত ছিল।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল রাতে গাজীপুরের শ্রীপুরের আবদার গ্রামে নিজ বাড়িতে মা, বোন ও ভাইয়ের সঙ্গে হত্যার শিকার হন নূরা সবারিনা (১৬)। নিহত বাকিরা হলেন ফাতেমা আক্তার (৪০), তার ছোট মেয়ে মোছা. শাওরিন (১২) ও ছোট ছেলে ফাদিল সামদানি (৮)।

এদিকে এ ঘটনায় জড়িত এক কিশোরকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ