Home সারা বাংলা সচিব থেকে সিনিয়র সচিব!

সচিব থেকে সিনিয়র সচিব!


দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব দিলওয়ার বখত ও অর্থ বিভাগের সচিব আব্দুর রউফ তালুকদারকে সিনিয়র সচিব করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (২১ সেপ্টেম্বর) তাদের সিনিয়র সচিব নিয়োগ দিয়ে আলাদা আদেশ জারি করেছে।

এই আদেশে দিলওয়ার বখতের আদেশ আগামী ১৬ অক্টোবর এবং আব্দুর রউফ তালুকদারের আদেশ ৩১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

এদিকে ২০১৮ সালের ১৭ জুলাই থেকে অর্থ সচিবের দায়িত্বে আছেন রউফ তালুকদার।

আর ১৯৮৪ সালের নিয়মিত বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা দিলওয়ার বখত ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি দুদকের সচিব হিসেবে যোগ দেন। তার আগে তিনি পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক ও অবকাঠামো বিভাগের সদ্যেসর দায়িত্বে ছিলেন। গত বছরের ৯ নভেম্বর তিনি ভারপ্রাপ্ত সচিব থেকে সচিব হন।

২০১২ সালের ৯ জানুয়ারি সিনিয়র সচিব পদ চালু করে সরকার। মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের পরেই সিনিয়র সচিবদের অবস্থান। বর্তমান বেতন কাঠামোতে মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এবং সিনিয়র সচিবদের জন্য বিশেষ স্কেল রাখা হয়েছে।