Home ব্রেকিং অস্বচ্ছল চক্ষু রোগীকে ২৮ হাজার টাকা সহায়তা দিল নবুরকান্দি একতা নবজাগরণ সংগঠন

অস্বচ্ছল চক্ষু রোগীকে ২৮ হাজার টাকা সহায়তা দিল নবুরকান্দি একতা নবজাগরণ সংগঠন


মতলব উওরের অত্যন্ত জনপ্রিয় একটি সংগঠন। নবুরকান্দি একতা নবজাগরণ সংগঠন। যেকোন সমস্যায় নিজেদের সর্বস্ব দিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন ‘নবুরকান্দি একতা নবজাগরণ সংগঠন’। আজ ২৪ ই সেপ্টেম্বর, রোজ বৃহস্পতিবার ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের নবুরকান্দি গ্রামের এক অসহায় দিনমজুর,চক্ষু রোগীকে চিকিৎসার খরচ হিসেবে নগদ ২৮,০০০ টাকা তুলে দেন রোগীর হাতে। উল্লেখ্য মানবিক এ কার্যক্রম সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন বিশ্বিবদ্যালয় পরিক্রমা নিউজকে বলেন- “মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে” এই স্লোগানকে বুকে ধারন ও বিশ্বাস করেই মতলবের অন্যতম স্বেচ্ছাসেবী এই সংগঠন ‘নবুরকান্দি একতা নবজাগরণ সংগঠন।’ এর প্রতিটি লোক মানবিক মহৎ কর্মে যার যা কিছু আছে তা নিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ায়। বিশেষ করে প্রবাসী ভাইরা ও দেশের অভ্যন্তরে থাকা প্রত্যেক স্বেচ্ছাসেবীর কাছে আমরা কৃতজ্ঞ। তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, এক কথায় তারাই আমাদের সংগঠনের মুলশক্তি। এছাড়াও একজন ব্যক্তির চেয়ে একটি সংগঠন অনেক বড়। একটি সংগঠনের যেমন রয়েছে শৃঙ্খলা, স্বেচ্ছাসেবাকে লালন করার দৃঢ় মনোবল সম্পন্ন স্বেচ্ছাসেবক, তেমনিভাবে রয়েছে সমাজের প্রতি দায়বদ্ধতা। এরই প্রেক্ষিতে নবুরকান্দি গ্রামের কিছু তরুনদের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠা একটি স্বেচ্ছাসেবী সংগঠন।” যেকোন সামাজিক সমস্যা সমাধান ও এগুলো বাস্তবায়নে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতায় আমাদের গৃহীত উদ্যোগ সফল হয়।” বলে মন্তব্য করেন সংগঠনটির সাধারণত সম্পাদক মনির হোসেন। রোগীকে নগদ অর্থ প্রদানের সময় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন,কোষাদাক্ষ তারেখ প্রধান,উপদেষ্টা মোঃ এমরান হোসেন,রোবেল,নাজমুল,আল-আমিন,বাবু,নূরমোহাম্মদ, শাহিন।রোগীর হাতে টাকা প্রদানের সময় রুগী নবুরকান্দি একতা নবজাগরণ সংগঠনের সকলকে ধন্যবাদ জানান এবং সংগঠনটি যাতে সবসময় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে পারে। সেজন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। পরিশেষে সংগঠন এর সভাপতি মীর মোঃ শাহান সকলকে ‘নবুরকান্দি একতা নবজাগরণ সংগঠন এর সাথে থাকার জন্য ধন্যবাদ জানান এবং সামনে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা ব্যাক্ত করেন