Home জাতীয় মিষ্টি নিয়ে বিএনপি-জামায়াত প্রার্থীর বাসায় আবদুল কাদের মির্জা

মিষ্টি নিয়ে বিএনপি-জামায়াত প্রার্থীর বাসায় আবদুল কাদের মির্জা


নানা অভিযোগ তুলে আলোচনার জন্ম দেয়া আব্দুল কাদের মির্জা নোয়াখালীর বসুরহাট পৌরসভায় মেয়র পদে পুনর্নির্বাচিত হয়েছেন।

দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনা ছিল বসুরহাট নিয়ে।

প্রচার চলাকালে মির্জা সুষ্ঠু ভোটের দাবিতে আন্দোলনে নেমে দেশজুড়ে মনোযোগের কেন্দ্রে আসেন।

নির্বাচনে বিশাল ব্যবধানে জয়ের পরদিনই প্রতিপক্ষ প্রার্থীদের বাসায় মিষ্টি নিয়ে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা।

মির্জা বলেন, আপনারা সহযোগিতা করার কারণেই আমি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জয়ী হয়েছি। এ জয় শুধু আমার না, আপনাদেরও।

রোববার বিকেলে কাদের মির্জা নির্বাচনে তার প্রতিপক্ষ বিএনপি সমর্থিত প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী ও জামায়াতের প্রার্থী মাওলানা মোশাররফ হাসানের বাসায় যান।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই কাদের মির্জা কয়েক দফায় বসুরহাট পৌরসভার মেয়রের দায়িত্বে রয়েছেন। ওবায়দুল কাদেরের সংসদীয় আসনও এটি।

এবার পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেও আকস্মিকভাবে দলের এক দল নেতাদের অভিযোগের কাঠগড়ায় দাঁড় করান মির্জা কাদের।

একের পর এক পথসভায় কয়েকজন সংসদ সদস্যের বিরুদ্ধে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তিনি। ভাইকেও ছেড়ে কথা বলেননি কাদের মির্জা।

সংসদ নির্বাচন নিয়ে তার বক্তব্য জাতীয় রাজনীতিতে বিরোধী দলগুলো অনিয়মের নজির হিসেবে তুলে ধরলে জাতীয় অঙ্গনেও আলোচনায় আসেন তিনি।