Home ব্রেকিং শেকৃবিতে ২৪ ঘণ্টার মধ্যে হল ত্যাগের নির্দেশ

শেকৃবিতে ২৪ ঘণ্টার মধ্যে হল ত্যাগের নির্দেশ


শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দুটি আবাসিক হলে (কবি কাজী নজরুল ইসলাম হল ও শেরেবাংলা হল) অবস্থানরত শিক্ষার্থীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হল প্রশাসন।

এ ব্যাপারে সোমবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হল ও শেরেবাংলা হলের হল প্রভোস্ট স্বাক্ষরিত দুটি আলাদা জরুরি নোটিশ প্রদান করা হয়।

জরুরি নোটিশে জানানো হয়, করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে সরকারি নির্দেশনা মোতাবেক গত ১৮ মার্চ ২০২০ হতে অদ্যাবধি সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ প্রেক্ষিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলও বন্ধ রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমোদন ব্যতিরেকেই অনেক ছাত্র এই দুটি হলে অবস্থান করছে বলে হল প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে, যা সরকারি সিদ্ধান্তের পরিপন্থী।

এছাড়াও নোটিশে বিশ্ববিদ্যালয় ও সরকারি নির্দেশনা অমান্য করে ছাত্রদের আবাসিক হলে অবস্থান করার সুযোগ নেই বলেও জানানো হয়।

তাই বিশ্ববিদ্যালয় ও সরকারি নির্দেশ অমান্য করে যেসকল ছাত্র অননুমোদিতভাবে দুটি আবাসিক হলে অবস্থান করছে তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে হল ত্যাগ করতে বলা হলো।