Home করোনা করোনায় প্রাণ গেল আরও ৭০ জনের

করোনায় প্রাণ গেল আরও ৭০ জনের


মহামারি করোনাভাইরাসে গত আড়াইমাসের মধ্যে একদিনে সর্বনিম্ন ৭০ জনের মৃত্যু ঘটেছে শুক্রবার। এদিন সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ১৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হলো ২৬ হাজার ৪৩২ জনের। এ ছাড়া মোট শনাক্ত রোগী দাঁড়িয়েছে ১৫ লাখ ১০ হাজার ২৮৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সাড়ে ২৬ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৩ হাজার ১৬৭ জনের সংক্রমণ ধরা পড়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্ত রোগীর হার ১০ দশমিক ৭৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সর্বশেষ একদিনে মারা যাওয়া ৭০ জনের মধ্যে নারী ৩৬ জন ও পুরুষ ৩৪ জন। এরমধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২৪ জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে ১৫ জন, রাজশাহীতে ৪ জন, খুলনা ১২, বরিশাল ৪, সিলেট ৮ ও রংপুরে ৩ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, দেশে গত ২৪ ঘণ্টায় ৭০ জনের মৃত্যু হয়েছে, যা ৭৭ দিনে সর্বনিম্ন। সর্বশেষ ১৯ জুন এর চেয়ে কম মৃত্যু হয়েছিল। সেদিন মোট ৬৭ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। করোনায় একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল গত ৫ আগস্ট।