Home অর্থনীতি ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৬৭ কোটি ৫৩ লক্ষ ২৬ হাজার ৭০৬...

ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৬৭ কোটি ৫৩ লক্ষ ২৬ হাজার ৭০৬ টাকা।


ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৪:আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৫টি কো¤পানির ১২ কোটি
৬৭ লক্ষ ৫ হাজার ৬৫০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৬৭
কোটি ৫৩ লক্ষ ২৬ হাজার ৭০৬ টাকা।ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসেরচেয়ে সূচক ৮৫.৩২ কমে ৫৭৭৮.৭৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৭.৪৮ পয়েন্ট কমে ২০১৪.৮৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৬.২৮ পয়েন্ট কমে ১২৬৬.০২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৩২টির, কমেছে ৩৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ফু-ওয়াং ফুড, মালেক স্পিনিং, কর্ণফুলি ইন্সুঃ, তৌফিকা
ফুড অ্যান্ড লাভেলো, শাইনপুকুর সিরামিকস, কোহিনুর কেমিক্যাল, আলিফ ইন্ডা:, সেন্ট্রাল ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ ও ওরিয়ন ইনফিউশন।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- দেশবন্ধু পলিমার, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., ফু-ওয়াং ফুড,
কর্ণফুলি ইন্সুঃ, মিডল্যান্ড ব্যাংক, প্যারামাউন্ট ইন্সুঃ, আলিফ ইন্ডা:, কোহিনুর কেমিক্যাল, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ও
গ্লোবাল হেভী কেমিক্যাল।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আনলিমা ইয়ার্ণ, ম্যাকসন স্পিনিং, মেট্রো স্পিনিং, শ্যামপুর সুগার,
ডিবিএইচ, জাহিন টেক্স, অ্যাক্টিভ ফাইন, এনবিএল, শাইনপুকুর সিরামিকস ও নাভানা সিএনজি।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৭৯৫৫১৬০৮৪৫৮২.০০