Home অন্যান্য যুক্তরাষ্ট্রে তালেবান স্বরাষ্ট্রমন্ত্রীর মাথার দাম এক কোটি ডলার!

যুক্তরাষ্ট্রে তালেবান স্বরাষ্ট্রমন্ত্রীর মাথার দাম এক কোটি ডলার!


আফগানিস্তানে নতুন সরকার গঠন করেছে তালেবান। শুধু এখানেই শেষ নয়, যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় যিনি শীর্ষে, যার মাথার মূল্য হাঁকা হয়েছে এক কোটি ডলার (৮৫ কোটি টাকা প্রায়), সেই সিরাজুদ্দিন হাক্কানিকেই দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী করেছে তালেবান।

এফবিআইয়ের ওয়েবসাইটের তথ্যমতে, সিরাজউদ্দিন হাক্কানিকে গ্রেফতার করা সম্ভব এমন তথ্য দিতে পারলে এক কোটি ডলার পর্যন্ত পুরস্কার দেবে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

এফবিআইয়ের বিশ্বাস, সিরাজ হাক্কানি পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে রয়েছেন। তার সঙ্গে তালেবান ও আল-কায়েদার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।

২০০৮ সালে কাবুলের একটি হোটেলে হামলায় জড়িত অভিযোগে সিরাজ হাক্কানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এফবিআই। ওই হামলায় এক মার্কিনিসহ ছয়জন প্রাণ হারিয়েছিলেন। এছাড়া, তিনি আফগানিস্তানে মার্কিন ও আফগান বাহিনীর ওপর বিভিন্ন হামলায় অংশগ্রহণ ও সমন্বয় করতেন বলে ধারণা করা হয়।

২০০৮ সালে তৎকালীন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইকে হত্যাচেষ্টার একটি পরিকল্পনায়ও সিরাজ হাক্কানির যোগাসাজশ ছিল বলে অভিযোগ রয়েছে।