Home ব্রেকিং জাতির পিতার আদর্শের অনলাইন সংগঠন “কে ফোর্স” এর ওয়ার্কশপ‌ অনুষ্ঠিত

জাতির পিতার আদর্শের অনলাইন সংগঠন “কে ফোর্স” এর ওয়ার্কশপ‌ অনুষ্ঠিত


আজ কক্সবাজারে একটি হোটেলে বাংলাদেশের সবথেকে বড় সারা দেশের ও প্রবাসে অবস্থানরত জাতির পিতার আদর্শের সৈনিকদের নিয়ে গঠিত গুজব প্রতিরোধে সর্বদা জাগ্রত একমাত্র অনলাইন সংগঠন “কে ফোর্স” এর আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগের সরকারের উন্নয়ন ও ষরযন্ত্রকারীদের গুজব এবং অপপ্রচারের জবাব দিতে মহা কর্মপরিকল্পনার অংশ হিসেবে বিভাগীয় ও জেলা জেলা প্রতিনিধিদের প্রথম ধাপের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সারাদেশ থেকে আগত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ পরামর্শ প্রদান করেন সংগঠনের প্রধান মেন্টর নাজমুস সাকিব । সংগঠনের চীফ এডমিন রাখাল সোহাগের নেতৃত্বে
সিলেট সুনামগঞ্জ থেকে আলী আহমেদ, এস এম হাসমত উল্লাহ, সুমন শীল।
ব্রাহ্মণবাড়িয়া থেকে মামুন মোতাইদ।
কুমিল্লা, ফেনী নোয়াখালী থেকে
মোহাম্মদ রাসেল ভুঁইয়া, মার্ক মনির,এম সাইফুর রহমান, সালাউদ্দিন মাসুদ,আরিফ আমিনুল, আবু তৌহিদ।
খাগড়াছড়ি বান্দরবান জেলা থেকে এস এইচ প্রান্তিক , সালমান হোসেন। মোঃ মাহফুজুর রহমান, ইমাম হাসান।
চট্টগ্রামে, কক্সবাজার থেকে এ.আর.রনি চৌধুরী, রাসেল উদ্দিন।
বাগেরহাট থেকে মুঈদ উর রহমান জনি ।
ঢাকা থেকে এস এম মেহেদী হাসান, নাদিম ইসলাম ও ঢাকা বিভাগীয় প্রধান জাহাঙ্গীর মোল্লা কে এফ সহ জেলা উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জাতির পিতার অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ে তুলতে অসাম্প্রদায়িক বাংলাদেশ আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করতে অনলাইনে দুর্বার ভুমিক রাখার বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এবং ধাপে ধাপে অন্যান্য জেলার প্রতিনিধিদের নিয়ে পর্যায়ক্রমে আলোচনা সভা প্রশিক্ষণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।