Home আন্তর্জাতিক পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ


সদ্য বিদায়ী ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) সদস্যদের ওয়াকআউট, একযোগে পদত্যাগের সিদ্ধান্তের ঘোষণার পর ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের (পিএমএলএন)-এর সভাপতি শাহবাজ শরীফ।

আজ সোমবারই প্রেসিডেন্টের বাসভবনে তার শপথ অনুষ্ঠান। এ জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দু’এক ঘন্টার মধ্যে তাকে শপথ বাক্য পাঠ করাতে পারেন প্রেসিডেন্ট আরিফ আলভি। তবে পার্লামেন্টে শাহবাজ শরীফকে প্রধানমন্ত্রী নির্বাচনের সময় অধিবেশন বর্জন করে ইমরান খানের পিটিআই।

এর আগে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য কিছুটা বিলম্বে শুরু হয় পার্লামেন্ট অধিবেশন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন সম্মিলিত বিরোধী দলীয় প্রার্থী পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) সভাপতি শাহবাজ শরীফ।

এদিকে, ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো পার্লামেন্টে উপস্থিত হন ইমরান খান। এ সময় তার পিটিআই দলীয় সদস্যরা স্লোগান দিতে থাকেন পার্লামেন্টের ভিতরেই।

পরে প্রধানমন্ত্রী নির্বাচনের আগেই পার্লামেন্ট থেকে ওয়াকআউট করেন পিটিআইয়ের সদস্যরা ও ডেপুটি স্পিকার কাসিম সুরি। একযোগে পদত্যাগ করার ঘোষণাও দিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিটিআই নেতা শাহ মেহমুদ কুরেশি।