Home ক্যাম্পাস খবর সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ইনসাইটস অনুষ্ঠিত

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ইনসাইটস অনুষ্ঠিত


সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ইনসাইটস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরের দিকে ক্যারিয়ার ক্লাবের উদ্দ্যোগে রবীন্দ্র কাছাড়ি বাড়ি অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

কে এম নাজমুল হাসানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন, রবির উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।

তিনি বলেন, চতুর্থ বিপ্লব যখন হাতছানি দিচ্ছে এমন একটা সময় এ রকম আয়োজন প্রসংশনীয়। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় বিষয় ভিত্তিক যে জ্ঞান অর্জন করে তার পাশাপাশি অন্যান্য দক্ষতা অর্জনও প্রয়োজন। ভবিষ্যত প্রজন্মকে দক্ষ, যোগ্য এবং সুপ্রতিষ্ঠিত করার জন্য ক্যারিয়ার ক্লাব অবদান রাখবে।

তিনি আগত অতিথিকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে সাক্ষাত করার আশা ব্যক্ত করেন। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপ-কমিশনার, (বাংলাদেশ কাস্টমস) সুশান্ত পাল, ওই ক্লাবের উপদেষ্টা প্রশান্ত কুমার পোদ্দার, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন প্রমূখ।

এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।