Home অর্থনীতি ঢাকা স্টক এক্সচেঞ্জ লি:- এ আজকের শেয়ারবাজার 

ঢাকা স্টক এক্সচেঞ্জ লি:- এ আজকের শেয়ারবাজার 


পরিক্রম‍া ডেস্ক : আজ (০৫/১২/২০২২) ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ২৯৯টি কোম্পানির ৫ কোটি ৩২ লক্ষ ২৩ হাজার ৫০৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৪৪ কোটি ৮৬ লক্ষ ২৭ হাজার ৪০০ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১২.০০ পয়েন্ট কমে ৬২১২.৫৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৮.৪৪ পয়েন্ট কমে ২১৯৮.৫৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৪.০৯ পয়েন্ট কমে ১৩৫৯.৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ২৩টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২২১টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বসুন্ধরা পেপার, জেনেক্স ইনফোসিস, আমরা নেটওয়ার্ক, অরিয়ন ফার্মা, অরিয়ন ইনফিউশন, নাভানা ফার্মা, লাফার্জ হোলসিম, বিএসসি, এডিএন টেলিকম ও অগ্নি সিস্টেম।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- অরিয়ন ইনফিউশন, এডিএন টেলিকম, বিডি থাই ফুড, অগ্নি সিস্টেম, সোনালি আঁশ, শাহজালাল ব্যাংক, মুন্নু সিরামিকস, বিডি কম, আমরা টেকনোলজি ও বাটা সু।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- জুট স্পিনার্স, পেপার প্রসেসিং, নাভানা ফার্মা, বসুন্ধরা পেপার, জেমিনী সী ফুড, রিলায়েন্স ইন্সুঃ, কে অ্যান্ড কিউ, অরিয়ন ফার্মা, মনোস্পুল পেপার ও পদ্মা লাইফ ইন্সুঃ।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬২৩১৪১৭৮৮৬০৪.০০