Home জাতীয় দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৪ শতাংশ হারে বিনিয়োগ সুবিধা প্রদান...

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৪ শতাংশ হারে বিনিয়োগ সুবিধা প্রদান করবে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড


পরিক্রমা ডেস্ক : দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও উৎপাদন বৃদ্বির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ৫০০০ (পাঁচ হাজার) কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন স্কিম গঠন করে। উক্ত স্কিমের আওতায় ৪ শতাংশ হারে বিনিয়োগ সুবিধা প্রদান করবে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব আব্দুর রউফ তালুকদার এর উপস্থিতিতে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক জনাব মোঃ আবুল কালাম আজাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। উক্ত অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতণ কমৃকর্তাবৃন্দসহ শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান জনাব মোঃ আব্দুর রহিম উপস্থিত ছিলেন।