Home ব্যাংক-বীমা
SHARE

পরিক্রমা ডেস্ক : পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ২১ লক্ষ টাকার চেক হস্তান্তর উপলক্ষে চট্টগ্রামে কোম্পানীর নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের সম্মানিত অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও কোম্পানীর চীফ কনসালট্যান্ট আবদুল্যাহ হারুন পাশা। উক্ত অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন সিনিয়র ডিএমডি  সৈয়দ মোতাহার হোসেন ও মোঃ হাবিবুর রহমান, ডিএমডি এস এম খলিলুর রহমান দুলাল ও সৈয়দ সুলতান মাহমুদ, এসইডি মোঃ শফিকুল ইসলাম মাসুম, ইডি মুহাম্মদ ফরিদ উদ্দিন নিজামী, প্রকল্প পরিচালক অরুন চন্দ্র নাথ এবং কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ছবিতে প্রধান অতিথিকে বীমা দাবীর চেক হস্তান্তর করতে দেখা যাচ্ছে।

SHARE