Home ক্যাম্পাস খবর সিভাসু’র ডিভিএম ২৫তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে কিটবক্স বিতরণ

সিভাসু’র ডিভিএম ২৫তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে কিটবক্স বিতরণ


পরিক্রম‍া ডেস্ক : চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) ২৫তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে কিটবক্স বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সিভাসু অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মাঝে কিটবক্স বিতরণ করা হয়।

কিটবক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান। মেডিসিন ও সার্জারি বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামাল, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান, প্যাথলজি ও প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ড. মো: মাসুদুজ্জামান এবং ভেটেরিনারি ক্লিনিক্স- এর পরিচালক প্রফেসর ড. মো: রায়হান ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেডিসিন ও সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ড. আজিজুন্নেসা।

সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান শিক্ষার্থীদেরকে অনুষ্ঠানেপ্রাপ্ত ডাক্তারি যন্ত্রপাতিগুলোর যথাযথ ব্যবহার এবং নিজেদেরকে দক্ষ ভেটেরিনারিয়ান হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।