Home এক্সাম চুয়েট, কুয়েট ও রুয়েট এর সমন্বিত ভর্তি পরীক্ষা ১৭ জুন শনিবার

চুয়েট, কুয়েট ও রুয়েট এর সমন্বিত ভর্তি পরীক্ষা ১৭ জুন শনিবার


পরিক্রমা ডেস্ক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ২০২২-২০২৩ইং শিক্ষাবর্ষের ১ম বর্ষ/লেভেল-১ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের সমন্বিত ভর্তি পরীক্ষা ১৭ জুন শনিবার চুয়েট, কুয়েট ও রুয়েট ক্যাম্পাসে একসাথে অনুষ্ঠিত হবে। কুয়েট ক্যাম্পাসে “ক” গ্রুপের (বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি) রোল ২৫০০০১-২৫৭৫১৬ পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর ১২.৩০টা পর্যন্ত এবং “খ”গ্রুপের (বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক) রোল ২৭০০০১-২৭০৮১২ পর্যন্ত সকাল ১০ টা থেকে দুপুর ০১.৪৫টা পর্যন্ত মোট ৮৩২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে কুয়েটে  ১০৬৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। চুয়েট ও রুয়েটে আসনসংখ্যা যথাক্রমে ১২৩৫ ও ৯৩১টি। চুয়েট ও রুয়েট কেন্দ্রেও ৮৩২৬ জন করে পরীক্ষার্থী পরীক্ষা দেবে।
ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য চুয়েট, কুয়েট, রুয়েট এর সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে  পাওয়া যাবে।