Home অন্যান্য কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিল ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’

কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিল ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’


গত (৯জানুয়ারি ) রবিবার জেলা শিল্পকলা একাডেমি, কুমিল্লায় বিশ্ববিদ্যালয় পরিক্রমা আয়োজন করে ‘মাদক নিমূর্লে করণীয়‘ শীর্ষক আলোচনা সভা ও কুমিল্লা জেলার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের। কুমিল্লা জেলার ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ১ হাজার কৃতী ছাত্র-ছাত্রীদেরকে এ সংবর্ধনা দেওয়া হয়।বিশ্ববিদ্যালয় পরিক্রমার প্রধান সম্পাদক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড এম জামাল উদ্দিন আহমেদ একমারএসসি এফ আর এস উপাচার্য ফেনী ইউনিভার্সিটি ফেনী।তিনি বলেন,স্মার্ট বাংলাদেশ নির্মাণ করতে হলে ছাত্রছাত্রীকে সেভাবে গড়ে তুলতে হবে।লেখাপড়া করে শুধু সার্টিফিকেট নিলে হবে না ছাত্র-ছাত্রীকেনিজের দক্ষতা বৃদ্ধি করতে হবে সব ক্ষেত্রে। পরিশেষে বিশ্ববিদ্যালয় পরিক্রমাকে এমন সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ জানান তিনি।পরিশেষে, তিনি মাদক ও দুনীর্তি থেকে দূরে থাকতে কৃতী শিক্ষার্থীদেরকে উপদেশ দেন।প্রধান বক্তা: প্রফেসর ড. আবু জাফর খান অধ্যক্ষ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির প্রো-ভাইস চ্যান্সেলর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়,ড: মো: রিয়াদ তানসেন পিএইচডি (দক্ষিণ কোরিয়া), এম এস (দক্ষিণ কোরিয়া)সহযোগী অধ্যাপক, ওয়ার্ল্ড ইউনির্ভার্সিটি অব বাংলাদেশ ,মাহমুদা আক্তার জ্যোতি সহকারী কমিশনার ও এক্সিকিউটিও মাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয় কুমিল্লা ,মো: শরিফুল ইসলাম, পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লাও বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলহাজ্ব জয়নাল আবেদীন, এডভোকেট দাউদ আহমেদ প্যানেল আইনজীবী, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড, কুমিল্লা প্রমুখ।