Home অন্যান্য দ্বিতীয় দফায় মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক নেহাল আহমেদ

দ্বিতীয় দফায় মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক নেহাল আহমেদ


পরিক্রমা ডেস্ক : দ্বিতীয় দফায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) হলেন অধ্যাপক নেহাল আহমেদ। সোমবার (১ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের চলতি দায়িত্বে থাকা মহাপরিচালক ইংরেজি বিভাগের অধ্যাপক নেহাল আহমেদকে গ্রেড-১ এ পদোন্নতি দিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক পদে পদায়ন করা হলো।

এর আগে ২০২২ সালের ৩১ জানুয়ারি অধ্যাপক নেহাল আহমেদকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১৩ এপ্রিল অধ্যাপক নেহাল আহমেদের অবসর উত্তর ছুটিতে যাওয়ার কথা ছিল। চলতি দায়িত্ব থাকাকালেই তাকে গ্রেড-১ এ পদোন্নতি দিয়ে মহাপরিচালক হিসেবে পদায়ন করা হলো।