Home ঢাকা ক্যাম্পাস ঢাবি গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল...

ঢাবি গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত


ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদভুক্ত গার্হস্থ্য অর্থনীতি
ইউনিটের ২০১৯-২০২০শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক(সম্মান) শ্রেণির ভর্তি
পরীক্ষার ফল আজ ১২নভেম্বর ২০১৯ মঙ্গলবার প্রকাশিত হয়েছে।
গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭,৯৪২ জন শিক্ষার্থী
অংশগ্রহণ করে। এর মধ্যে ৬,৯৪৮জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৮৭ দশমিক
৪৮ ভাগ। পরীক্ষার বিস্তারিত ফলাফল ধফসরংংরড়হ.বরং.ফঁ.ধপ.নফ ওয়েবসাইটে জানা যাবে।
এছাড়া, যে কোন অপারেটরের মোবাইল ফোন থেকে উট˂্মঃ;মড়প্ষঃ;্মঃ;ৎড়ষষ টাইপ করে ১৬৩২১
নম্বরে ংবহফ করে ফিরতি ঝগঝ-এ ফলাফল জানা যাবে।
উল্লেখ্য, গত ০৮ নভেম্বর ২০১৯ শুক্রবার গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি
পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটের মোট আসন সংখ্যা রয়েছে ২,৪৭৫টি।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১৯ নভেম্বর ২০১৯ থেকে ২৭ নভেম্বর
২০১৯ পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটে চয়েস ফরম পূরণ করে সাবমিট করতে হবে।
বিভিন্ন কোটায় আবেদনকারী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কোটার ফরম ১৯ নভেম্বর ২০১৯
থেকে ২৭ নভেম্বর ২০১৯ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জীববিজ্ঞান অনুষদের
ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে একই অফিসে
জমা দিতে হবে।
ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ১৯ নভেম্বর
২০১৯-এর মধ্যে অফিস চলাকালীন সময়ে জীববিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন
করা যাবে।

——————–