Home ঢাকা ক্যাম্পাস নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য ২৮ কোটি টাকা সংকটকালীন শিক্ষাবৃত্তি ঘোষণা

নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য ২৮ কোটি টাকা সংকটকালীন শিক্ষাবৃত্তি ঘোষণা


বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক :  সমগ্র বিশ্ব আজ বৈশ্বিক মহামারী করোনার আঘাতে বিপর্যস্ত। বাংলাদেশেও প্রতিদিনই আক্রান্ত
আর মৃত্যুর তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। করোনার আঘাতে নাজুক হয়ে পড়েছে অর্থনীতি। এ
কারণে অনেকের মত আর্থিক সংকটে পড়েছে শিক্ষার্থীরাও।
এর প্রভাবে অনেক শিক্ষার্থীর উচ্চ শিক্ষার স্বপ্ন থমকে গেছে। আর তাই শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং শিক্ষার কথা বিবেচনা করে বেসরকারী পর্যায়ে দেশের শীর্ষস্থানীয় বেসরকারী বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি সামার-
২০২০ সেমিস্টারে শিক্ষার্থীদের জন্য ২৮ কোটি টাকার সংকট কালীন শিক্ষাবৃদ্ধি ঘোষণা করে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১৭
জুন বুধবার এ সংবাদ প্রকাশিত হয় । তাতে জানানো হয়, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট মহামারীর জন্য
দেশের অর্থনীতি থমকে গেছে। আর এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষা জীবন এবং তাতের
পারিবারের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে প্রতি শিক্ষার্থীদের সামার ২০২০ সেমিস্টারে ২০%
হারে সংকটকালীন শিক্ষা বৃত্তি প্রদান করা হবে এবং সর্বমোট এ অঙ্কের পরিমাণ ২৮ কোটি টাকা।