Home বিনোদন বীর জারা’সহ একাধিক সিনেমা থেকে ঐশ্বরিয়াকে বাদ দিয়েছিলেন শাহরুখ

বীর জারা’সহ একাধিক সিনেমা থেকে ঐশ্বরিয়াকে বাদ দিয়েছিলেন শাহরুখ


বলিউড থেকে হলিউড। নীল চোখের জাদুতে মুগ্ধ করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সাবেক এই মিস ওয়ার্ল্ড আজ রোববার ৪৭ বছরে পা রাখলেন। বচ্চন পরিবারের পুত্রবধূর জন্মদিন ঘিরে নতুন তথ্য সামনে এলো। শাহরুখ খানের কারণেই নাকি তিনি সুপার হিট ছবি ‘বীর জারা’সহ একাধিক ছবি থেকে বাদ পড়েছেন!

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, সম্প্রতি সিমি গারেওয়ালের সাক্ষাতকারভিত্তিক এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। সেখানে তিনি আগেও একবার হাজির হয়েছিলেন। প্রথমবারে তুলনায় দ্বিতীয়বার তিনি অনেক বুদ্ধিমত্তার পরিচয় দেন এবং নিজের অনেক ব্যক্তিগত কথা বলেন। অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে পর্দায় তার রসায়ন নিয়ে আলোচনা হয় এবং ‘বীর জারা’সহ কেন তাকে একাধিক ছবি থেকে বাদ দেওয়া হয় তা প্রশ্ন করেন সিমি গারেওয়াল।

সিমি গারওয়ালের এমন প্রশ্নে ঐশ্বরিয়া বলেন, ‘আমি কীভাবে এর উত্তর দেবো। একটু বিরতি নিয়ে এবং কিছুটা বিব্রত হয়ে ১৯৯৪ সালের বিশ্বসুন্দরী বলেন, ‘হ্যাঁ, সেই সময় আমাদের একসঙ্গে একাধিক ছবিতে কাজ করার ছিল এবং হঠাৎ করে তা হলো না, এ বিষয়ে কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি। আমি কখনো এই কেন’র উত্তর পাইনি।’

 

এ সময় সিমি ঐশ্বরিয়াকে বলেন, শাহরুখ খান একটি সাক্ষাতকারে আফসোস করে বলেছিলেন, এটি ঘটেছিল কারণ তিনি ঐশ্বরিয়ার ব্যক্তিগত জীবনে প্রবেশ করছিলেন। এর উত্তরে ঐশ্বরিয়া বলেন, ‘আমার কাছে এটির কোনো উত্তর নাই’। ছবিগুলো না করা তার ইচ্ছা ছিল না বলেও তিনি জানান।

ছবি থেকে বাদ পড়ে কেমন লেগেছিল, এমন প্রশ্নে ঐশ্বরিয়া বলেন, ‘দেখুন, এমন সময়ে যখন কোনো ব্যাখ্যা থাকবে না, আপনি নিশ্চিতভাবে পুরোপুরি হতাশ হয়ে পড়বেন, বিভ্রান্ত হবেন এবং আঘাত পাবেন। আপনি এমন বিষয় অবাক হবেন।’

শাহরুখকে কখনো এ বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন কিনা, সিমির করা এমন প্রশ্নে বচ্চন পরিবারের পুত্রবধূ বলেন, ‘এটি আমার স্বভাবে নেই’। ঐশ্বরিয়া বলেন, ‘কেউ যদি মনে করেন এর ব্যাখ্যা দেবেন, তখন দেবেন। যদি তারা না করেন, তবে কখনো ইচ্ছা করবেন না। তাই, এটি আমার স্বভাব না যে কেন এবং কী কারণে সে প্রশ্ন করে যাওয়া।’

২০০৩ সালে একটি ভারতীয় টিভি চ্যানেলে শাহরুখ বলেছিলেন, ‘একটি প্রকল্প থেকে কোনা ত্রুটি নেই এমন একজনকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা খুব কঠিন। ঐশ্বরিয়া ভালো বন্ধু হিসেবে বিষয়টি দুঃখজনক। ব্যক্তিগতভাবে আমার মনে হয় আমি ভুল করেছিলাম। তবে প্রযোজক হিসেবে যুক্তি ছিল। তবে এর জন্য আমি ঐশ্বরিয়ার কাছে কাছে ক্ষমা চেয়েছি।’

ঐশ্বরিয়াকে আর শাহরুখকে সর্বশেষ ২০১৬ সালে  ‘অ্যায় দিল হে মুশকিল’ ছবিতে দেখা গেছে। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। অতিথি শিল্পী হিসেবে ঐশ্বরিয়ার সাবেক স্বামীর চরিত্রে ছিলেন শাহরুখ।